মুন্সীগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা রশিদের ঝুলন্ত লাশ উদ্ধার
সাবেক ছাত্রলীগ নেতা এবং সরকারী হরগঙ্গা
কলেজের সাবেক জিএস রশিদুজ্জামান রশিদের (৫০) ঝুলনত্ম লাশ পুলিশ বৃহস্পতিবার
উদ্ধার করে ময়নাতদনত্মের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
তিনি শহরের মোলস্না পস্নাজার অন্যতম মালিক। পস্নাজার ৫তলার নিজ কৰ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পরিবারের লোকজন জানায়, বৃহস্পতিবার বিকেলে তাঁর শয়ন করে দরজা না খোলার কারণে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙ্গে দেখে রশিদের ঝুলনত্ম লাশ। দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে রশিদ মানসিক রোগে ভুগছিলেন। রশিদ এরশাদবিরোধী আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে মুন্সীগঞ্জে গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করেন। '৮০ দশকে রশিদ মুন্সীগঞ্জ ছাত্রলীগের নেতা ছিলেন। সদর থানার ওসি জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে রশিদ আত্মহত্যা করতে পারে। লাশ উদ্ধারের সময় তাঁর শয়ন ক থেকে মৃতু্যর কারণ লেখা প্রায় ৪০ পৃষ্ঠার একটি কাগজ উদ্ধার করা হয়েছে।
পরিবারের লোকজন জানায়, বৃহস্পতিবার বিকেলে তাঁর শয়ন করে দরজা না খোলার কারণে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙ্গে দেখে রশিদের ঝুলনত্ম লাশ। দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে রশিদ মানসিক রোগে ভুগছিলেন। রশিদ এরশাদবিরোধী আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে মুন্সীগঞ্জে গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করেন। '৮০ দশকে রশিদ মুন্সীগঞ্জ ছাত্রলীগের নেতা ছিলেন। সদর থানার ওসি জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে রশিদ আত্মহত্যা করতে পারে। লাশ উদ্ধারের সময় তাঁর শয়ন ক থেকে মৃতু্যর কারণ লেখা প্রায় ৪০ পৃষ্ঠার একটি কাগজ উদ্ধার করা হয়েছে।
No comments