রায়ে সন্তুষ্ট নয় আ’লীগ ও ১৪ দল- আপিলের মাধ্যমে জাতি কাঙিখত রায় পাবেঃ হানিফ

যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে দেয়া রায়ে সন্তুষ্ট নয় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট।
গতকাল ১৪ দলের এক সভা শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, ‘এ রায় জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়নি। তবে আপিলের মাধ্যমে জাতি কাক্সিত রায় পাবে বলে আমরা আশা করি।’

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সভাপতিত্বে গতকাল দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের এ সভায় আরো উপস্থিত ছিলেন জাসদের শরীফ নুরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির নুরুর রহমান সেলিম, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াহিদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির আবু হামিদ সাহাবুদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, উপদফতর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

জামায়াত-শিবিরের সাথে সরকারের কোনো আপস হয়ে গেছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘জামায়াত-শিবিরের সাথে আপসের প্রশ্নই ওঠে না। আওয়ামী লীগ ও ১৪ দলের এমন চিন্তা নেই।’

রাজধানীতে জামায়াত-শিবিরকে কর্মসূচি পালনের অনুমতি দিয়ে সরকার দ্বৈতনীতিতে অবস্থান করছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী এ সমাবেশ করার অনুমতি দিয়েছে। তবে তারা কেন অনুমতি দিয়েছে এ বিষয়টি আমরা জানতে চেয়েছি।’

ওয়াশিংটন টাইমসে প্রকাশিত বেগম খালেদা জিয়ার নিবন্ধের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ১৪ দল নেতারা বলেন, স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রাখার জন্য যে রাষ্ট্রকে (যুক্তরাষ্ট্র) তিনি ধন্যবাদ জানিয়েছেন তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল। এর মাধ্যমে ৩০ লাখ শহীদের আত্মার প্রতি অসম্মান করা হয়েছে। এ ছাড়া গার্মেন্ট শিল্পে জিএসপি সুবিধা বাতিল ও রাজনীতিতে হস্তেেপর আহ্বান জানানোর জন্যও জাতির কাছে তাকে মা চাইতে হবে।
       

No comments

Powered by Blogger.