রাজপথে নেমেছে আধা সামরিক বাহিনী বিজিবি

ঢাকার রাজপথে নেমেছে আধা সামরিক বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রাতেই রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবির টহল দেখা গেছে।
রাজধানীর সচিবালয়, হাইকোর্ট, মগবাজার ও ফার্মগেট এলাকায় এ টহল দেখা গেছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, জামায়াত-শিবিরের বুধবারের ডাকা হরতালে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সোমবার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ‘কোর’ কমিটির বৈঠকে সারা দেশে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পুলিশ ও র‌্যাবকে সহযোগিতা করার জন্য বিজিবি সদস্যদের নামানো হচ্ছে। পুলিশ-র‌্যাব সদস্যরা জামায়াত-শিবির কর্মীদের সামাল দিতে পারছে না বলেই মনে করছেন সরকারের নীতি-নির্ধারকেরা। কত দিন এ বাহিনী মোতায়েন থাকবে এ নিয়ে কোনো মুখ খুলেননি কর্মকর্তারা।

অন্য একটি সূত্র জানায়, এ ছাড়া রাতে পুলিশের সাথে বিভিন্ন অভিযানে অংশ নিতে পারে বিজিবি সদস্যরা। এ ছাড়া আজকের ডাকা হরতালের সময় তারা বিভিন্ন স্থানে টহল দিবে।

No comments

Powered by Blogger.