যশোরে বিএনপি অফিসে ছাত্রদল যুবদল সংঘর্ষ ॥ আহত ১৫
বৃহস্পতিবার রাতে যশোর জেলা বিএনপি কার্যালয়ে ছাত্রদল ও যুবদলের
দু'গ্রম্নপের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে অনত্মত ৬ জন রক্তাক্ত জখম হয়েছে। খবর
পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডিবি পুুলিশ বেধড়ক লাঠিচার্জ করে।
এতে আহত
হয় আরও ৯ জন। দু'গ্রম্নপের মধ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে। যশোরে অনুষ্ঠিত
বিএনপির প্রতিনিধি সম্মেলনের দিনে সৃষ্ট উত্তেজনার জের ধরে এ সংঘর্ষের
ঘটনা ঘটেছে বলে বিএনপি সংশিস্নষ্ট সূত্র জানিয়েছে। সংঘর্ষের পর পুলিশ ৩
জনকে আটক করেছে। সূত্র মতে, বৃহস্পতিবার রাতে ছাত্রদলের ফারম্নক গ্রম্নপের
কর্মীরা জেলা বিএনপি কার্যালয়ে বসে সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করছিল।
রাত সাড়ে ৯টার দিকে জেলা কার্যালয়ে আসে ছাত্রদলের সুমন গ্রম্নপের সানি,
বেনজিন, চুন্নু, কামরম্নলসহ ২০/২৫ জন। এ সময় তারা ফারম্নক গ্রম্নপের
কর্মীদের ওপর চড়াও হয়ে মারপিট শুরম্ন করে। এ সময় জেলা বিএনপি কার্যালয়
এলাকা রণেেত্র পরিণত হয়। ভাংচুর করা হয় অফিসের টেবিলচেয়ার। খবর পেয়ে
ঘটনাস্থলে আসে ডিবি পুলিশ।
No comments