ওআইসি সম্মেলন আজ শুরু

মিসরের রাজধানী কায়রোতে আজ বুধবার শুরু হচ্ছে ওআইসির (ইসলামী সহযোগিতা সংস্থা) শীর্ষ সম্মেলন। দুই দিনের এ সম্মেলনে মুসলিম বিশ্বের ৫৭ দেশের সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন।
মালিতে শুরু হওয়া ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে সেনা অভিযান ও সিরিয়ার গৃহযুদ্ধের বিষয়টি এতে গুরুত্ব পাবে।
২০১১ সালে এ সম্মেলন হওয়ার কথা ছিল। তবে আরব বিশ্বের কয়েকটি দেশে স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থান দেখা দেওয়ায় তা স্থগিত করা হয়। ওই অভ্যুত্থানে মিসরের একনায়ক হোসনি মোবারকসহ চার স্বৈরশাসক ক্ষমতাচ্যুত হন। ওআইসির বর্তমান মহাসচিব তুরস্কের একমেলেদ্দিন ইহসানোগলু জানান, এবারের সম্মেলনে মুসলিম বিশ্বের মধ্যে সৃষ্ট সংঘাতের বিষয়টি আলোচনা করা হবে। তিনি বলেন, 'মুসলিম বিশ্বের সহিংসতা ও ধর্মীয় উগ্রবাদের বিষয়ে আমি ব্যক্তিগতভাবে উদ্বিগ্ন। এটি অর্থনৈতিক সমস্যা ও রাজনৈতিক সংকট বাড়িয়েছে। আফ্রিকার দেশগুলোর সীমানা ও অখণ্ডতার প্রতি সবাইকে সম্মান দেখাতে হবে।' সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.