ওজন কমাচ্ছেন কারিনা
দাবাং টু ছবির ‘ফেভিকল’ গানে স্পষ্টই
প্রমাণিত হয়েছে, বেশ ওজন বেড়েছে কারিনা কাপুরের। এ কারণে প্রশংসার বদলে
অনেক ভক্তই মন্দ লাগার কথা জানিয়ে দিয়েছেন সোজাসাপ্টা।
তবে এবার আর ভুল করছেন না এই তারকা। করণ জোহরের নতুন ছবি গোরি তেরে পেয়ার
ম্যায়তে অভিনয় করছেন কারিনা। আর এই ছবির জন্য ওজন কমাচ্ছেন নিশ্চিত। কারিনা
বললেন, ‘পাঁচটি নাচ আছে ছবিতে। আর নৃত্য পরিচালক পুনিত মালহোত্রাও চাইছেন
আমার ওজন কমুক। তাই যোগব্যায়াম করছি নিয়মিত।’ ছবিতে কারিনার সঙ্গে অভিনয়
করছেন ইমরান খান। পিটিআই।
No comments