'প্রতিটি মেয়ে, শিশু শিক্ষিত হোক'
'আমি জনগণের সেবা করতে চাই। চাই প্রতিটি
মেয়ে, প্রতিটি শিশু শিক্ষিত হোক'_এ কথা বলেছে নারী শিক্ষার পক্ষে সোচ্চার
পাকিস্তানের স্কুলছাত্রী মালালা ইউসুফজাই। তালেবানের হামলায় গুলিবিদ্ধ
হওয়ার পর প্রথমবারের মতো একটি সংক্ষিপ্ত ভিডিও সাক্ষাৎকার দেয় মালালা।
সাক্ষাৎকারটি গত শনিবার যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ
হাসপাতালে তার মাথা ও কানে অস্ত্রোপচারের আগে ধারণ করা হয়। এতে সে মানুষের
দোয়ায় 'দ্বিতীয় জীবন' ফিরে পেয়েছে উল্লেখ করে সবার কাছে কৃতজ্ঞতাও জানায়।
সাক্ষাৎকারে মালালা বলে, 'আজ আপনারা দেখতে পাচ্ছেন, আমি বেঁচে আছি। আমি কথা
বলতে পারছি, দেখতে পাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি এবং আমি দিন দিন সুস্থ হয়ে
উঠছি। এটা সম্ভব হয়েছে সব মানুষের দোয়ায়। সূত্র : বিবিসি, গার্ডিয়ান।
No comments