বাদ পড়লেন শারলিন চোপড়া
কিছুদিন আগেই ‘কামসূত্র থ্রিডি’ ছবিতে
অভিনয় করছেন বলে সবাইকে জানান দিয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী শারলিন চোপড়া।
রুপেশ পল পরিচালিত এ ছবির জন্য তিনি একটি নগ্ন ফটোশুটেও অংশ নেন।
পরবর্তীতে
এই ফটোশুটের সেই ভিডিও ইউটিউবে ছেড়ে দেন শারলিন। তার সেই নগ্ন ফটোশুটের
ভিডিওটি প্রকাশিত হলে ব্যাপক আলোচিত-সমালোচিত হন তিনি। কিন্তু নতুন খবর
হচ্ছে পরিচালক রুপেশ শারলিনকে সম্প্রতি বাদ দিয়েছেন এ ছবি থেকে। এই খবরটি
নিজেও বিশ্বাস করতে পারছিলেন না শারলিন। জানা গেছে পরিচালক রুপেশ পলের
অনুমতি না নিয়ে শারলিন তার ফটোশুটের ভিডিওটি প্রকাশ করায় তাকে এ ছবি থেকে
বাদ দেয়া হয়েছে। শারলিনের বদলে এ ছবিতে হলিউডের ইভা লংরিয়া অথবা মিলা
কুনিসকে নেয়ার পরিকল্পনা করেছেন পরিচালক। এ ছবির শুটিং খুব শিগগিরই শুরু
হবে ভারতে। তবে ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি দেয়া হবে চলতি বছরের শেষের
দিকে। এদিকে এ ছবিতে নিজের বাদ পড়ার বিষয়টি নিয়ে দারুণ ক্ষিপ্ত হয়েছেন
শারলিন। নিজের টুইটার একাউন্টেও এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন
তিনি। এ বিষয়ে তিনি লিখেছেন, যদি মিস্টার পল মিলা কিংবা ইভাকেই এ ছবিতে
নেবেন তাহলে আমাকে কেন চুক্তিবদ্ধ করা হলো। যখন আমাকে নিয়েছিলেন তখন কি
হলিউড অভিনেত্রীদের শিডিউল পাননি তিনি? এটাকে এক ধরনের প্রতারণাই বলা চলে।
ছবির ফটোশুট ভিডিও’র জন্য আমি আর ছবির জন্য কাস্ট করবেন অন্যদের এটা কেমন
কথা! ২৮ বছর বয়সী এই মডেল-অভিনেত্রী আরও বলেন, যদি ভাগ্যে লিখা থাকে তবে
কোন কিছুই আসলে অসম্ভব নয়। তবে মিলা ও ইভার জন্য আমার শুভকামনা থাকলো। আর
কিছু বলার নেই।
No comments