একজন জাহিদ হাসান ও তিনটি চরিত্র

জাহিদ হাসান এবার একই নাটকে একসঙ্গে তিনটি চরিত্রে অভিনয় করছেন। তাঁর চরিত্রগুলো হলো: বাবা, ছেলে এবং একজন মাফিয়া ডন। ধারাবাহিকটির নাম কর্তাকাহিনি।
নাটকটি লিখেছেন ও পরিচালনা করছেন অরণ্য আনোয়ার। কাল বৃহস্পতিবার থেকে সপ্তাহের তিন দিন ধারাবাহিকটি প্রচারিত হবে বাংলাভিশনে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে ধারাবাহিকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন বাংলাভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্তাকাহিনি নাটকের শিল্পী ও কলাকুশলীরা।
এই নাটকে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘একসঙ্গে তিনটি চরিত্রে অভিনয় মোটেও সহজ ব্যাপার নয়। বড় চ্যালেঞ্জ। দেখা গেল, আমি একটি চরিত্রের জন্য প্রস্তুতি নিয়েছি, কিন্তু শুটিং হবে অন্য চরিত্রের। আবার মেকআপ পরিবর্তন, সংলাপ পরিবর্তন—এ সমস্যা খুব স্বাভাবিক ব্যাপার।’
অরণ্য আনোয়ার বলেন, ‘একই বংশের একই চেহারার তিনজন মানুষ, তারা অনেক আগে বিচ্ছিন্ন হয়ে যায়। পরিস্থিতি একসময় তাদের এক জায়গায় নিয়ে আসে। ব্যাপারটি মোটেও বাস্তবসম্মত নয়। আমরা বাস্তবতা থেকে একটু দূরে গিয়ে একটি গল্প তৈরি করেছি। এখানে কিছুটা রহস্যের ছোঁয়া আছে। তবে পুরো নাটকটিই কমেডি ধাঁচের।’

No comments

Powered by Blogger.