কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ১৭ ঘর ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা সদরের বড়ঘোপ
মাতবর পাড়ায় বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগি্নকা-ে ১৭ ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এতে পুড়ে গেছে নগদ ৪ লাখ টাকাসহ অর্ধকোটি টাকার সম্পদ।
প্রত্যৰদশর্ী
সূত্রে জানা যায়, আগুনে মাজেদা বেগম (৬৫) ও খালেদা বেগম (৬০) নামের দুই
বৃদ্ধা আহত হন। ঘনবসতিপূর্ণ এলাকায় পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে
বিলম্ব হয়। তাৎৰণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর আলম ও
থানা ওসি মোঃ ইউসুফ সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
নুরম্নচ্ছফা বিকম ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকায় সরেজমিনে গিয়ে জানা যায়,
আগুনে শের উলস্নাহ, আরফান, শহিদুলস্নাহ, ছদর আহমদ, আমির হোছাইন, আবুল
কাসেম, হাছান আরা, লাশু মিয়া, বশির আহমদ, আলমগীর, আজিজুর রহমান, বদিউর
রহমান, গোলচেহার, শহীদুল ইসলাম, আবুল হোসেন, সিরাজ খাতুন ও বদিউল আলমের ঘর
সম্পূর্ণ ভস্মীভূত হয়। ৰতিগ্রসত্মরা উপজেলার বড়ধোপ বাজারের ৰুদ্র ও মাঝারি
মাছ ব্যবসায়ী। তাঁরা এনজিও, মহাজন ও ব্যাংকের ঋণ নিয়ে ব্যবসা করে থাকেন।
ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগার সঙ্গে সঙ্গে তা চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।
আগুনে বশির আহমদের ১ লাখ ৭৪ হাজার, শের উলস্নাহর ৮০ হাজার, আজিজুর রহমানের
৮৫ হাজার ও লাশু মিয়ার ৮০ হাজার টাকা পুড়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা
জেলা প্রশাসকের মাধ্যমে ৰতিগ্রসত্ম পরিবারের জন্য ২ বান্ডিল করে ঢেউটিন,
নগদ টাকা ও অন্যান্য সাহায্যের আশ্বাস দেন।
No comments