‘বাংলাদেশি আইডল’-এর নিবন্ধন শুরু
‘বাংলাদেশি আইডল’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার
জন্য আজ থেকে নিবন্ধন শুরু হচ্ছে। আয়োজক প্রতিষ্ঠান ডেলটা বে সূত্রে জানা
গেছে, ১৮ থেকে ২৮ বছর বয়সী যেকোনো বাংলাদেশি নাগরিক নিবন্ধন করতে পারবেন।
নাম নিবন্ধনের জন্য ফোন করতে হবে ৩৬৯০ নম্বরে। আর এসএমএস করতে হলে
STARTIDOL LOCATIONGENDERAGE লিখে পাঠাতে হবে ৩৬৯০ নম্বরে। এদিকে এসএমএসের
মাধ্যমে নিবন্ধনের জন্য নয়টি বিভাগের কোড হলো: ঢাকা DHK, সিলেট SYL,
চট্টগ্রাম CTG, রাজশাহী RJH, খুলনা KHU, রংপুর RNG, বরিশাল BAR, ময়মনসিংহ
MYM এবং রাঙামাটি RAN।
আরও তথ্য জানা যাবে পত্রিকার বিজ্ঞাপন ও www.facebook.com/ mybangladeshiIdol ওয়েবসাইট থেকে। এই প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে থাকছেন ফেরদৌসী রহমান, এন্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু ও মেহ্রীন।
আরও তথ্য জানা যাবে পত্রিকার বিজ্ঞাপন ও www.facebook.com/ mybangladeshiIdol ওয়েবসাইট থেকে। এই প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে থাকছেন ফেরদৌসী রহমান, এন্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু ও মেহ্রীন।
No comments