ছয় মাসের মধ্যে শান্তিচুক্তি করবেন কারজাই-জারদারি
আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় আগামী ছয়
মাসের মধ্যে একটি সমঝোতায় পৌঁছার ব্যাপারে একমত হয়েছেন পাকিস্তান ও
আফগানিস্তানের নেতারা। ব্রিটেনে গত সোমবার প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের
সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই।
একই সঙ্গে তাঁরা
কাতারের রাজধানী দোহায় তালেবানের দপ্তর খোলার বিষয়টির ওপরও জোর দেন। এ
দপ্তর থেকেই আফগান কর্তৃপক্ষের সঙ্গে তালেবানের ঐক্য ও শান্তি স্থাপন
প্রচেষ্টা পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে।
ইংল্যান্ডের বাকিংহামশায়ারে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি অবকাশযাপন কেন্দ্রে ত্রিপক্ষীয় ওই বৈঠক হয়। পরে সংবাদ সম্মেলনে তিন নেতা আফগানিস্তানের ইসলামপন্থী জঙ্গিদের ঐক্য স্থাপন প্রক্রিয়ায় যোগ দেওয়ার আহবান জানান।
বৈঠক শেষে ক্যামেরনের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, 'ছয় মাসের মধ্যে আফগানিস্তানে শান্তি স্থাপনের লক্ষ্যে কাজ করে যাওয়ার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে একমত হয়েছে সব পক্ষ।' সূত্র : বিবিসি, এএফপি।
ইংল্যান্ডের বাকিংহামশায়ারে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি অবকাশযাপন কেন্দ্রে ত্রিপক্ষীয় ওই বৈঠক হয়। পরে সংবাদ সম্মেলনে তিন নেতা আফগানিস্তানের ইসলামপন্থী জঙ্গিদের ঐক্য স্থাপন প্রক্রিয়ায় যোগ দেওয়ার আহবান জানান।
বৈঠক শেষে ক্যামেরনের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, 'ছয় মাসের মধ্যে আফগানিস্তানে শান্তি স্থাপনের লক্ষ্যে কাজ করে যাওয়ার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে একমত হয়েছে সব পক্ষ।' সূত্র : বিবিসি, এএফপি।
No comments