নাসার বেলুনের ওড়ার রেকর্ড

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা_নাসা অ্যান্টার্কটিকার আকাশে ৫৫ দিনের বেশি একটি বেলুন উড়িয়েছে। টানা দীর্ঘ সময় ওড়ার নতুন রেকর্ড এটি। কর্তৃপক্ষ গত সোমবার জানিয়েছে, সুপার-টিআইজিইআর (ট্রানস-আয়রন গ্যালাক্টিক এলিমেন্ট রেকর্ডার) নামের বিশাল আকৃতির বেলুনটি প্রচুর তথ্য-উপাত্ত নিয়ে ফিরে এসেছে।
নাসা জানায়, সমুদ্রপৃষ্ঠ থেকে এক লাখ ২৭ হাজার ফুট উঁচুতে ৫৫ দিন এক ঘণ্টা ৩৪ মিনিট উড়েছে বেলুনটি। এর আগে ২০০৯ সালে ওড়ানো একটি বেলুন এর একদিন কম আকাশে ছিল।
সুপার-টিআইজিইআর মহাজাগতিক রশ্মির নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। এই রশ্মি ছায়াপথ থেকে পৃথিবীতে আসে। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.