এয়াকুব আলীর রিমান্ড নামঞ্জুর ॥ কুমিল্লা জেলে প্রেরণ

 কুমিলস্নায় আটক পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি এয়াকুব আলী চৌধুরীকে খাগড়াছড়ি ও বাঘাইছড়িতে সামপ্রদায়িক সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন জানিয়েছে খাগড়াছড়ি পুলিশ।
তবে আদালত রিমান্ড নামঞ্জুর করে তাকে কুমিলস্না কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে। গত বুধবার কুমিলস্না জেলা শহর থেকে কোতোয়ালি থানা পুলিশ বিভিন্ন অভিযোগে এয়াকুব আলী চৌধুরীকে গ্রেফতার করে। সূত্র জানায়, খাগড়াছড়ি ও বাঘাইছড়ির সহিংস ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে পুলিশ যে ১৩ জনকে চিহ্নিত করেছে তাদের মধ্যে এয়াকুব আলী চৌধুরীর নামও রয়েছে। তিনি এক সময় ছাত্র শিবিরের রাজনীতিতে জড়িত ছিলেন। বর্তমানে জেলার মাটিরাঙ্গা উপজেলা জামায়াতের আমির ও কুমিলস্নায় একটি প্রাইভেট মেডিক্যাল কলেজের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

No comments

Powered by Blogger.