প্রতিক্রিয়া-আমরা খুব হতাশ by এ কে এম সফিউল্লাহ

১৯৭১-এ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের যে আদেশ ট্রাইব্যুনাল ঘোষণা করেছেন, তা প্রত্যাখ্যান করেছেন সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস চেয়ারম্যান ও সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) এ কে এম সফিউল্লাহ।
তিনি প্রশ্ন রেখে বলেন, এ রায় কী করে শহীদ পরিবারগুলোকে সান্ত্বনা জোগাবে?
গতকাল মঙ্গলবার কালের কণ্ঠকে দেওয়া এক প্রতিক্রিয়ায় মেজর জেনারেল (অব.) সফিউল্লাহ আরো বলেন, 'সেক্টর কমান্ডারস ফোরামের পক্ষ থেকে আমরা এই রায় প্রত্যাখ্যান করছি। এই রায়ে সারা দেশের মানুষের সঙ্গে আমরাও খুব হতাশ।'
জেনারেল (অব.) সফিউল্লাহ বলেন, 'তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে জামায়াতের গোপন আঁতাত হয়েছে কি না, তা আমার জানা নেই। কিন্তু ১৯৭১-এ কাদের মোল্লা যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছেন, এর শাস্তি এত সামান্য হতে পারে না। আমরা তাঁর সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ড আশা করেছিলাম।'
জেনারেল (অব.) সফিউল্লাহ আরো বলেন, মুক্তিযুদ্ধের সময় কাদের মোল্লার হত্যাযজ্ঞের শিকার হয়েছিল যেসব নিরীহ সাধারণ মানুষ, তাদের স্বজনরাও কোনোভাবেই এ রায় মেনে নিতে পারে না। এ রায় কী করে তাদের সান্ত্বনা জোগাবে?
সাবেক সেনাপ্রধান বলেন, 'সব মিলিয়ে এ রায়ে সন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। আমরা চাইব, বাদীপক্ষ অবশ্যই এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে এবং উচ্চ আদালত ১৯৭১-এর শহীদদের প্রতি সুবিচার করবেন।'

No comments

Powered by Blogger.