ফুলক্রিম মিল্ক পাউডারের বিজয়ীদের নাম ঘোষণা
ফুলক্রিম মিল্ক পাউডারের ‘ফ্রেশ মিল্ক খেলে ভাগ্য যাবে খুলে’ কনজ্যুমার প্রমোশন প্রোগ্রামের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। গত সোমবার সাংবাদিকদের উপস্থিতিতে এফএমসিজি কার্যালয়, ফ্রেশ কটেজ, গরীবে নেওয়াজ এভিনিউ, সেক্টর-১৩ উত্তরা, ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম পর্বের বিজয়ীদের নির্বাচিত করা হয়। দৈবচয়ন পদ্ধতিতে বিজয়ীদের মোবাইল নম্বর বেছে নেন বিভিন্ন দৈনিকের সাংবাদিকেরা।
পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক তাহমিনা মোস্তফা, তানজিমা মোস্তফা, নির্বাহী পরিচালক (মার্কেটিং) আসিফ ইকবাল, হেড অব ট্রান্সফরমেশন ওয়াসিউদ্দিন, সি ডিজিএম (অ্যাকাউন্টস) কমলেশ ভৌমিক, সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) ইয়াছিন মোল্লা, ব্র্যান্ড ম্যানেজার মো. আবদুল হালিম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার এ কে এম সাইদুজ্জামানসহ অন্য কর্মকর্তারা।
ডায়মন্ড হার বিজয়ীরা হলেন: অচিন্ত কুমার সিকদার (মাগুরা) ও মো. সিরাজুল ইসলাম (জামালপুর)। এ ছাড়া এলসিডি ৩২ ইঞ্চি টিভি বিজয়ীরা হলেন: মো. ইমরান (চট্টগ্রাম), ইসহাক শফিক (চট্টগ্রাম), মো. আবদুস সালাম (ময়মনসিংহ), শরীফুল ইসলাম (কুমিল্লা), আবু সাঈদ (ময়মনসিংহ) ও আলমগীর হোসেন (ফেনী)।
এসএমএসের মাধ্যমে ১২৮টি পুরস্কারের মধ্যে দুটি ডায়মন্ড হার ও ছয়টি এলসিডি ৩২ ইঞ্চি টিভি ছাড়াও ১২০টি পুরস্কার বিজয়ীদের ফোনের মাধ্যমে জানানো হবে। বিজ্ঞপ্তি।
ডায়মন্ড হার বিজয়ীরা হলেন: অচিন্ত কুমার সিকদার (মাগুরা) ও মো. সিরাজুল ইসলাম (জামালপুর)। এ ছাড়া এলসিডি ৩২ ইঞ্চি টিভি বিজয়ীরা হলেন: মো. ইমরান (চট্টগ্রাম), ইসহাক শফিক (চট্টগ্রাম), মো. আবদুস সালাম (ময়মনসিংহ), শরীফুল ইসলাম (কুমিল্লা), আবু সাঈদ (ময়মনসিংহ) ও আলমগীর হোসেন (ফেনী)।
এসএমএসের মাধ্যমে ১২৮টি পুরস্কারের মধ্যে দুটি ডায়মন্ড হার ও ছয়টি এলসিডি ৩২ ইঞ্চি টিভি ছাড়াও ১২০টি পুরস্কার বিজয়ীদের ফোনের মাধ্যমে জানানো হবে। বিজ্ঞপ্তি।
No comments