কাটরিনা কাইফের মতো না করায়...
বিনোদন ডেস্ক: ‘অগ্নিপথ’র মিউজিক সফলতার মুখ দেখার পেছনে মূল কারণ হলো এতে কাটরিনা কাইফের দুর্দান্ত পারফরম করা ‘চিকনি চামেলি’ গানটি। আবার এই ‘চিকনি চামেলি’র কারণেই কোথাও কোথাও বয়ে যাচ্ছে রক্তবন্যা। রোববার ভারতের মুম্বইয়ের দহিসার এলাকার একটি বারে এ গানটিকে ঘিরেই ঘটেছে এক রক্তক্ষয়ী সংঘর্ষ। যাতে গুলিবিদ্ধ হয়ে দু’জনের অবস্থা এখন আশঙ্কাজনক। জানা গেছে, রোববার রাতে দহিসারের একটি বারে গুপ্তা নামের এক ব্যক্তির কারণে শুরু হয় এ সংঘর্ষ। যার সূত্রপাত ‘চিকনি চামেলি’ নিয়ে। গুপ্তা বারের গায়িকাকে অনেকবার কাটরিনা কাইফের মতো করে সেক্সি আবেদন নিয়ে ‘চিকনি চামেলি’ গানটি গাওয়ার অনুরোধ করেন। যখন গায়িকা ওই অনুরোধ মানতে অস্বীকৃতি জানায় তখনই ঘটে বিপত্তি। গুপ্তা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন তাকে। এ নিয়ে বারে একদল লোকের সঙ্গে তার বাকবিত া শুরু হয়। এদিকে গুপ্তার পক্ষ নিয়েও কিছু মানুষ বাকবিত ায় লিপ্ত হয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয় এবং গুপ্তা রিভলবার বের করে গুলি ছুড়তে শুরু করেন। এতে আহত হয় দু’জন। এখনও তাদের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ওই সংঘর্ষে গুপ্তাসহ আরও কয়েকজন আহত হন। তাদেরও পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং
মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৮১৮৯১৬০-৬৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: news@emanabzamin.com
Copyright © 2016
All rights reserved www.mzamin.com
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং
মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৮১৮৯১৬০-৬৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: news@emanabzamin.com
Copyright © 2016
All rights reserved www.mzamin.com
No comments