ধর্মঘটে অচল কর্ণফুলী নৌঘাট
শ্রমিকদের লাগাতার ধর্মঘটে পণ্য খালাস বন্ধ রয়েছে কর্ণফুলী ঘাটে। কর্ণফুলী নদীতে ভাসছে শতাধিক লাইটারেজ জাহাজ। সময় যত যাচ্ছে জাহাজের সংখ্যা ততোই বাড়ছে। ছোট জাহাজ থেকে পণ্য ওঠানামার কাজে নিয়োজিত ঘাট-গুদাম শ্রমিকরা গতকাল থেকে ধর্মঘট পালন করছে। কর্মবিরতি অব্যাহত থাকলে বুধবার রাতের মধ্যে আটকে পড়া লাইটারেজ জাহাজের সংখ্যা ২০০ ছাড়িয়ে যাওয়ার ধারণা করছেন সংশ্লিষ্টরা। ধর্মঘটের কারণে ইতোমধ্যে পণ্য খালাসের অপেক্ষায় নদীতে ভাসছে শতাধিক জাহাজ। মাদার ভ্যাসেলগুলো যাতে কোনো সমস্যায় না পড়ে সেজন্য লাইটারেজ জাহাজগুলোকে বহির্নোঙ্গরে পাঠানো হচ্ছে। এদিকে ধর্মঘট আহ্বানকারী সংগঠন চট্টগ্রাম ঘাট ও গুদাম শ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক আলমগীর শরীফ ঘোষণা দিয়েছেন, মালিক দাবি মেনে না পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
No comments