প্রিয়াঙ্কাকে অপমান করলেন গৌরি
বিনোদন ডেস্ক: প্রিয়াঙ্কা চোপড়াকে অপমান করলেন শাহরুখ পত্নী গৌরি খান। সমপ্রতি জি সিনে অ্যাওয়ার্ডসের মঞ্চে ওঠে কোরিওগ্রাফার শামক ডাবরের সঙ্গে কুশল বিনিময় করছিলেন গৌরি। এ সময় তার কাছে ছুটে যান প্রিয়াঙ্কা। কুশল বিনিময়ের চেষ্টা করেন। কিন্তু প্রিয়াঙ্কাকে পাত্তাই দেননি গৌরি। এমন অপ্রত্যাশিতভাবে গৌরির কাছ থেকে পাত্তা না পেয়ে দারুণ অপমান বোধ করেছেন প্রিয়াঙ্কা। এর প্রেক্ষিতে অনেকেই মন্তব্য করেছেন, সম্ভবত শাহরুখের অফিসে রাত ৩টা পর্যন্ত প্রিয়াঙ্কার অবস্থানের খবর চাউর হওয়ার কারণে ইচ্ছাকৃতভাবেই প্রিয়াঙ্কাকে অপমান করলেন শাহরুখ পত্নী। উল্লেখ্য, প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে শাহরুখ খানের সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে নানা কেচ্ছা-কাহিনী প্রকাশিত হওয়ায় দারুণ চটে আছেন গৌরি খান। জি সিনে অ্যাওয়ার্ডসে আবারও প্রিয়াঙ্কার ওপর নিজের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটালেন তিনি।
No comments