ইরানের প্রতি ওবামার হুঁশিয়ারি
ইরান যাতে পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ হতে না পারে সেজন্য যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন কংগ্রেসে দেয়া এক গুরুত্বপূর্ণ ভাষণে ওবামা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে বক্তৃতা দেয়ার একপর্যায়ে একথা বলেন। এ লক্ষ্য অর্জনে সম্ভাব্য সব পদক্ষেপ নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বেশ কয়েক সপ্তাহ ইরান ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সম্পর্কে যে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে, তা অবসান করা সম্ভব বলেও মনে করেন ওবামা। তিনি বলেন, এ সঙ্কটের একটি শান্তিপূর্ণ সমাধান এখনও সম্ভব। তবে এজন্য ইরানকে তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে ও তাদের পথ পরিবর্তন করার ইঙ্গিত দেন ওবামা। আন্তর্জাতিক সমপ্রদায়ের সঙ্গে সমঝোতার মাধ্যমে ইরানকে শান্তিপূর্ণ সমাধানের পরামর্শ দেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। প্রেসিডেন্ট ওবামা আরও বলেন, ইরান অন্যান্য রাষ্ট্রের সঙ্গে এক কাতারে এখনও দাঁড়াতে পারে। মার্কিন জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটায়, যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্রসমূহ ও স্বার্থে হুমকি সৃষ্টি করে, এমন রাষ্ট্রের বিরুদ্ধে পদক্ষেপ নেবে তার প্রশাসন। তিনি বলেন, ইরানের দিকে তাকিয়ে দেখুন। আমাদের গণতান্ত্রিক শক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি ইস্যুতে যে বিশ্ব একদা বিভক্ত ছিল, তারা আজ এক হয়েছে। ওবামা বলেন, ইরানে আগের যে কোন সময়ের চেয়ে অনেক বেশি একঘরে হয়ে পড়েছে। দেশটির নেতারা নানা ধরনের অবরোধের মুখে দাঁড়িয়ে ও যতদিন তারা তাদের দায়িত্ব এড়িয়ে চলবে, ততদিন তাদের ওপর থেকে চাপ শিথিল করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
No comments