অমল বোসের শেষকৃত্য আজ
স্টাফ রিপোর্টার: জনপ্রিয় অভিনেতা অমল বোসের শেষকৃত্য অনুষ্ঠান আজ। সকাল ৬টায় এ্যাপোলো হাসপাতালের হিমাগার থেকে মরদেহ বের করে সকাল ৮টায় নিয়ে যাওয়া হবে রামকৃষ্ণ মিশনে। সেখান থেকে সকাল ১০টায় বাংলাদেশ টেলিভিশনে। দুপুর ১২টায় অমল বোসের মরদেহ নিয়ে যাওয়া হবে তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় (এফডিসি)। সেখান থেকে ফরিদপুরের বোয়ালমারির নিজ জন্মস্থানে। সেখানেই হবে তার শেষকৃত্যানুষ্ঠান। চলচ্চিত্র, বেতার, মঞ্চ ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অমল বোস গত ২৩শে জানুয়ারি সকাল ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার এ্যাপোলো হাসপাতালে পরলোকগমন করেন। তার স্ত্রী ও একমাত্র কন্যা কলকাতায় অবস্থান করায় অমল বোসের মরদেহ এ্যাপোলো হাসপাতালের হিমাগারে রাখা হয়। গতকাল অমল বোসের স্ত্রী ও কন্যা দেশে ফিরে আসেন।
No comments