আরব লীগের সিরিয়া মিশন থেকে বেরিয়ে গেল জিসিসি
মানবজমিন ডেস্ক: উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি’র সদস্য দেশসমূহ সিরিয়ায় আরব লীগের পর্যবেক্ষক মিশন থেকে তাদের প্রতিনিধিদের প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে। সিরিয়ার উপর নতুন করে চাপ প্রয়োগের লক্ষ্যে তারা বিষয়টি জাতিসংঘে তুলে ধরারও আহ্বান জানিয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদকে তার সহকারীর কাছে ক্ষমতা হস্তান্তর করতে আরব লীগের দেয়া প্রস্তাব সিরিয়ার প্রত্যাখ্যান করার পর ছয় সদস্যের জিসিসি এই ঘোষণা দিয়েছে। সিরিয়াকে আরব লীগের দেয়া প্রস্তাব মানতে বাধ্য করতে জিসিসি’র সদস্য দেশসমূহ জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে সিরিয়ার ব্যাপারে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়ারও আহ্বান জানিয়েছে। তার আগে কুয়েতের প্রভাবশালী পত্রিকা আল-কাবাস সংস্থাটি তার প্রতিনিধিরা সাধারণ মানুষের বিরুদ্ধে সংঘটিত অপরাধের মিথ্যা সাক্ষী হোক তা আর চায় না বলে খবর পরিবেশন করেছে। দামেস্ক শান্তি উদ্যোগে তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে অভিযোগ করে জিসিসি’র সবচেয়ে বড় দেশ সৌদি আরব রোববার আরব পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের পর তাদের সদস্যদের প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয়ার পর অন্য সদস্য দেশ বাহরাইন, কাতার, কুয়েত, ওমান ও সংযুক্ত আরব আমিরাতও একই সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে সৌদি আরবসহ উপসাগরীয় অন্য দেশগুলোর সিরিয়া থেকে তাদের পর্যবেক্ষকদের প্রত্যাহার করে নেয়ার ঘোষণা সিরিয়া সঙ্কট সমাধানকে আরও জটিল করে তুলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। জিসিসি সদস্য দেশসমূহের এই ঘোষণাকে তারা সিরিয়ার ব্যাপারে আরব লীগে যে দ্বিধা-বিভক্তি রয়েছে তারই বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। এছাড়া, কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল থানি ও আরব লীগের মহাসচিব নবী আল আরাবি মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে এক বৈঠকে নিরাপত্তা পরিষদকে সিরিয়ায় ফিরে আসতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছেন। উল্লেখ্য, আগে একবার নিরাপত্তা পরিষদ সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলে এর স্থায়ী সদস্য চীন ও রাশিয়ার ভেটোর কারণে তা আর সম্ভব হয়নি।
এদিকে সৌদি আরবসহ উপসাগরীয় অন্য দেশগুলোর সিরিয়া থেকে তাদের পর্যবেক্ষকদের প্রত্যাহার করে নেয়ার ঘোষণা সিরিয়া সঙ্কট সমাধানকে আরও জটিল করে তুলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। জিসিসি সদস্য দেশসমূহের এই ঘোষণাকে তারা সিরিয়ার ব্যাপারে আরব লীগে যে দ্বিধা-বিভক্তি রয়েছে তারই বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। এছাড়া, কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল থানি ও আরব লীগের মহাসচিব নবী আল আরাবি মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে এক বৈঠকে নিরাপত্তা পরিষদকে সিরিয়ায় ফিরে আসতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছেন। উল্লেখ্য, আগে একবার নিরাপত্তা পরিষদ সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলে এর স্থায়ী সদস্য চীন ও রাশিয়ার ভেটোর কারণে তা আর সম্ভব হয়নি।
No comments