সাবেক বয়ফ্রেন্ডকে ফিরে চান রিহানা!
খবর চাউর হয়েছে সাবেক বয়ফ্রেন্ড ক্রিস ব্রাউনকে ফিরে পাওয়ার চেষ্টা করছেন রিদম অ্যান্ড ব্লুজ গায়িকা রিহানা। সমপ্রতি টুইটারে ক্রিসের সঙ্গে শুধু যোগাযোগের চেষ্টা করেই ক্ষান্ত হননি রিহানা। তার সঙ্গে তিনি নাকি দেখাও করেছেন। তিনি ক্রিসকে অনেকবার ফোন করেছেন এবং মোবাইলে অসংখ্য এসএমএসও পাঠিয়েছেন। ক্রিস এবং তার বর্তমান গার্লফ্রেন্ড কারুশে ভালই আছেন। কিন্তু রিহানা তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরির খেলা চালিয়ে যাচ্ছেন বলেও খবর বেরিয়েছে। শুধু তাই নয়, ক্রিসের সঙ্গে ট্রানের সম্পর্ক ভাঙার জন্য সব রকম চেষ্টাও নাকি চালিয়ে যাচ্ছেন রিহানা। ২০০৯ সালে রিহানাকে মারাত্মকভাবে আঘাত করার পর থেকে ক্রিসের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় তার। একপর্যায়ে সম্পর্ক ভেঙে যায় তাদের। কিন্তু ২০১০ সাল থেকেই ক্রিসের প্রতি আবার আগ্রহী হয়ে ওঠেন রিহানা।
No comments