প্রথমবারের মতো ছবিতে শখ-নিলয়
স্টাফ রিপোর্টার: ইতিপূর্বে বাংলালিংক দেশ-এর একাধিক বিজ্ঞাপনে একসঙ্গে মডেল হয়েছেন অভিনেত্রী শখ ও সুপার হিরো প্রতিযোগিতায় বিজয়ী নিলয়। একের পর এক বিজ্ঞাপনে একসঙ্গে মডেলিংয়ের ধারাবাহিকতায় বর্তমানে দেশের সবক’টি টিভি চ্যানেলে প্রচার চলছে দু’জনের মডেল হওয়া আইটপ করলেই টাকা দ্বিগুণ-এর বিজ্ঞাপন। বিজ্ঞাপনটি ইতিমধ্যেই সবার নজরে পড়েছে। সেই সঙ্গে মিডিয়াপাড়ায় আলোচনা তৈরি হয়েছে নিলয়-শখের জুটি নিয়ে। নিলয় বলেন, আমি ও শখ বাংলালিংক দেশ-এর বিজ্ঞাপন দিয়েই প্রথম একসঙ্গে জুটি হই। এরপর আমাদের জুটি একের পর এক বিজ্ঞাপনে মডেল হয়েছি। প্রচারিত বিজ্ঞাপনগুলোতে এ জুটি দর্শক পছন্দ করায় একাধিক নির্মাতা আমাদের নিয়ে নাটকও নির্মাণ করেছেন। এরই ধারাবাহিকতায় বর্তমানে আমাদের নিয়ে ছবি নির্মাণে আগ্রহী হয়েছেন কয়েকজন পরিচালক। আশা করছি এ ধারাবাহিকতা বজায় থাকবে। নিলয়-শখকে জুটি করে সানিয়াত হোসেন নির্মাণ করছেন ‘অল্প অল্প প্রেমের গল্প’ নামে একটি ছবি। নিলয়, শখের সঙ্গে এ ছবিতে মিশা সওদাগর, কাবিলাসহ আরও অনেকেই অভিনয় করছেন বলে জানা যায়। শখ বলেন, ছবিতে অভিনয়ে আমি বেশ চুজি। কারণ, এই একটি মাধ্যমেই আজীবন বেঁচে থাকবো দর্শক মাঝে। তাই যেনতেন ছবিতে অভিনয়ে রাজি নই আমি। গল্পপ্রধান ছবিতেই অভিনয়ে ইচ্ছা আমার। আর বিপরীতে নায়ক নিশ্চয়ই শাকিব-নিলয়ের মতোই কেউ। আশা করছি শাকিব-শখ জুটির পর আমার আর নিলয় জুটি দর্শক বেশ ভালভাবে গ্রহণ করবে। বিজ্ঞাপন, নাটকের পর ছবিতে জুটি হয়ে নিলয়-শখ পর্দা কাঁপাতে চান। তবে মিডিয়ার অনেকেরই ইতিমধ্যে কানের পর্দা ভারি হয়ে গেছে এ জুটির ব্যক্তিগত সম্পর্কের কথা শুনতে শুনতে। প্রতিনিয়ত ফোনালাপ, বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি আর ফেসবুকে একাধিক যুগল স্থিরচিত্রই প্রমাণ করে তাদের সম্পর্কের বিষয়টি। নিলয় বলেন, সম্পর্ক তো আমাদের মধ্যে অবশ্যই আছে। তবে তা বলার জন্য আরও একটু সময় চাই। শখ বলেন, নিলয়ের সঙ্গে একাধিক কাজের সূত্রে সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছে। তবে তা স্রেফ বন্ধুত্ব।
No comments