এখন নতুন কোন প্রজেক্ট নয়

এখন নতুন কোন প্রজেক্টে হাতে নিতে চান না বলে জানিয়েছেন বলিউড অভিনেত্রী কাজল। তবে নিকট ভবিষ্যতে ভাল কোন ছবির কাজ হাতে পেলে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। তার ভাষ্য, আমি এমনই পরিকল্পনা করছি। তবে তার জন্য সঠিক সময় ও সঠিক প্রস্তাব আসতে হবে। তার আগে নয়। কাজল জানিয়েছেন, এখন ছেলেমেয়েদের নিয়ে অনেক সুখে আছেন এবং তাদের সঙ্গে গল্প না করে এক মুহূর্তও থাকতে পারেন না। এ প্রসঙ্গে কাজল বলেন, আমার অসাধারণ দুটি বাচ্চা আছে। তাদের উপস্থিতি আমি খুব উপভোগ করছি। ছেলেমেয়েদের সঙ্গে অনেক সময় কাটাতে পারায় অনেক সুখে আছি। আমার জীবনে এখন চমৎকার সময় যাচ্ছে। ‘মাই নেম ইজ খান’ ছবির জন্য ২০১০ সালের সেরা অভিনেত্রী ক্যাটিগরিতে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন কাজল। এরপর ‘টুনপুর কা সুপারহিরো’ ছবিতে সর্বশেষ দেখা গেছে এক সময়ের পর্দাকাঁপানো এ অভিনেত্রীকে।


No comments

Powered by Blogger.