১০৪০ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১



ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ১ হাজার ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। সেই সঙ্গে আটক করেছে মাদক ব্যবসায়ী সালাহউদ্দিনকে। সংসদ ভবন সংলগ্ন মনিপুরী পাড়া ৯৭/১ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়। বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তাকে হাজির করা হলে সালাহউদ্দিন জানান, বাসাটির নিচতলা মাদকের স্টোর হিসেবে ব্যবহার করতো। দুই মাস আগে বাসাটি ভাড়া নেন। আট মাস আগে পুরান ঢাকার ভাই ভাই হোটেলে গলাকাটা মনিরের সহযোগী বাবুলের সঙ্গে পরিচয় হয়। এরপর তিনি এ ব্যবসায় যুক্ত হন। ফেনসিডিলগুলো ভারত থেকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে আসার পর স্থানীয় কিছু ব্যবসায়ীর মাধ্যমে ঢাকা আসে। তার দায়িত্ব এগুলো পাহাড়া দেয়া। এক বোতল ফেনসিডিল ৬০০ টাকায় বিক্রি করা হয়।  ব্যবসার লভ্যাংশও তিনি পান। এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

No comments

Powered by Blogger.