ঢাকায় দুই বাংলার তারকাদের ফ্যাশন শো
স্টাফ রিপোর্টার: দুই বাংলার তারকাদের অংশগ্রহণে ৩রা ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকার পাঁচতারকা রেডিসন হোটেলে হতে যাচ্ছে এক জমকালো ফ্যাশন শো। ‘গ্যালারি অ্যাপেক্স লাইফ ইজ বিউটিফুল’ শিরোনামে এ ফ্যাশন শোটি সরাসরি সমপ্রচার করবে দেশটিভি। গ্যালারি অ্যাপেক্সের স্পন্সরে উপমহাদেশের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্র পলের ডিজাইন করা পোশাকের এ ফ্যাশন শোতে অংশ নেবেন কলকাতার তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত, লকেট চ্যাটার্জি ও পাওলি দাম। আর ঢাকা থেকে অংশ নেবেন নোবেল, তিশা, বিন্দু, মিম, মমসহ আরও অনেকে। এসব তারকার বাইরেও বাংলাদেশ থেকে অংশ নেবেন আরও ২৫ জন র্যাম্প মডেল। এ ফ্যাশন শো উপলক্ষে বিস্তারিত জানাতে গতকাল রাজধানীর রূপসী বাংলা হোটেলে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। এতে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল, দেশটিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর এমপি, দেশটিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান ও অ্যাপেক্স অ্যাডেলকি ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর। ৩রা ফেব্রুয়ারির ফ্যাশন শো সম্পর্কে অগ্নিমিত্রা পল জানান, আমি আসলে সব সময় সামাজিক দায়বদ্ধতা থেকেই বিভিন্ন শো’র আয়োজন করে থাকি। এটিও তার বাইরে নয়। কোন বাণিজ্যিক উদ্দেশ্য নেই এখানে। আমার ডিজাইন করা পোশাকগুলো শোতে নিলাম করা হবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ প্রথম আলো ট্রাস্টের অধীনে এসিডদগ্ধ নারীদের জন্য সহায়তা তহবিলে দেয়া হবে’। এ বিষয়ে আসাদুজ্জামান নূর বলেন, কলকাতা ও ঢাকার তারকাদের অংশগ্রহণে ফ্যাশন শো আয়োজন হচ্ছে। আমি মনে করি এর মধ্য দিয়ে দুই বাংলার সম্পর্ক আরও দৃঢ় হবে। উল্লেখ্য, ‘গ্যালারি অ্যাপেক্স লাইফ ইজ বিউটিফুল’ শিরোনামে এই ফ্যাশন শোটি ৩রা ফেব্রুয়ারি রাত পৌনে আটটা থেকে চলবে রাত সাড়ে নয়টা পর্যন্ত। এরপর জনপ্রিয় শিল্পী রূপঙ্কর ও পিন্টু ঘোষ সংগীত পরিবেশন করবেন। পুরো আয়োজনটি দেশটিভি সরাসরি দেখাবে।
No comments