বান্দরবনে জুয়েল-পড়শি
স্টাফ রিপোর্টার: ইতিমধ্যে নিজের দ্বিতীয় একক অ্যালবামের কাজ শেষ করে ফেলেছেন সময়ের আলোচিত নারী কণ্ঠ পড়শী। অ্যালবামের নাম রেখেছেন ‘পড়শী-২’। অ্যালবামটি আগামী কয়েকদিনের মধ্যেই প্রকাশ হতে যাচ্ছে জি-সিরিজের ব্যানারে। আর এই অ্যালবামের তিনটি গানের সুর-সংগীতায়োজন করেছেন এ সময়ের ব্যস্ততম গায়ক-সংগীত পরিচালক জুয়েল মোর্শেদ জ্যু। অ্যালবামে নিজের কথা-সুর-সংগীতায়োজনে ‘শুধু তোরে’ নামক একটি রোমান্টিক দ্বৈত গানে পড়শীর সঙ্গে কণ্ঠও দিয়েছেন জুয়েল। ইতিমধ্যে গানটি এফএম রেডিওতে বেজে বেশ শ্রোতাপ্রিয়তা অর্জন করেছে। এবার এই গানটির একটি ব্যয়বহুল মিউজিক ভিডিও নির্মিত হলো। সমপ্রতি বান্দরবনের বিভিন্ন স্থানে এই মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন জুয়েল ও পড়শী। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রম্য খান। এটি বাংলাদেশের অন্যতম ব্যয়বহুল একটি মিউজিক ভিডিও হিসেবেই কিছুদিনের মধ্যে প্রচার শুরু হবে বিভিন্ন টিভি চ্যানেলে। এ বিষয়ে জুয়েল বলেন, মিউজিক ভিডিওটি’র কনসেপ্ট অনেক ভাল ছিল। আর রম্য খান বরাবরের মতোই অনেক ভাল ও ডিফরেন্ট কাজ করেছেন। পড়শী ও আমার এই মিউজিক ভিডিওটি সবারই ভাল লাগবে বলে আশা করি। পড়শী বলেন, জুয়েল ভাইয়ের সঙ্গে বান্দরবনে মিউজিক ভিডিও করলাম ‘শুধু তোরে’ গানটির। অনেক মজা করে কাজ করেছি আমরা। সবশেষে অনেক ভাল একটি কাজ হয়েছে। আমার অ্যালবামের গানগুলো ছাড়াও সবার এই মিউজিক ভিডিওটিও ভাল লাগবে বলেই আমার বিশ্বাস।
No comments