দাম্ভিক নারী মেহজাবীন

স্টাফ রিপোর্টার: ভালবাসা দিবসের বিশেষ নাটক ‘যে পথে ভালোবাসা’তে দাম্ভিক নারীর চরিত্রে অভিনয় করবেন লাক্স সুপারস্টার খ্যাত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে মানুষের রূপ নয় , তার গুণেই যে মূল পরিচয় এটি নাটকটির কাহিনীতে তুলে ধরা হয়েছে। বিশেষ এ নাটকটি রচনা করেছেন রাশেদ শাওন  এবং পরিচালনা করছেন নাসিম সাহনিক। এতে আরও অভিনয় করবেন অনি, কল্যাণ, মম, নিলয়, রাখি প্রমুখ। এ প্রসঙ্গে নাট্যকার নাসিম জানিয়েছেন, মেহজাবীন এ নাটকটিতে সাদিয়া নামের দাম্ভিক একজন নারীর চরিত্রে অভিনয় করবেন। যে কিনা রূপের বড়াই করে এবং হবু বরকে পাশে রেখে ফেসবুকে নতুন আরেকটি ছেলেকে পটানোর চেষ্টা করে শেষমেশ নিজের ভুল বুঝতে পারে সে। মেহজাবীন জানিয়েছেন, নাটকটির গল্প খুবই চমৎকার। আশা করছি ভালবাসা দিবসের নাটক হিসেবে দর্শকরা এটি উপভোগ করবেন। আগামী ৩ ও ৪ঠা ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ও ধানমন্ডিতে নাটকটির দৃশ্য ধারণ করা হবে। নাটকটি ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।


No comments

Powered by Blogger.