পাপুয়া নিউগিনিতে স্মরণকালের ভয়াবহ ভূমিধসে নিহত ৪০, নিখোঁজ ২০
স্মরণকালের ভয়াবহ এক ভূমিধসের ঘটনা ঘটেছে পাপুয়া নিউগিনিতে। এ পর্যন্ত ৪০ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ভোরে সবাই যখন ঘুমিয়ে ছিলেন তখনই দুটি গ্রামে এ ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় আঘাত হানে। এ ঘটনায় ৬০ জন প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। এখনও পর্যন্ত অন্তত ২০ ব্যক্তি নিখোঁজ রয়েছেন। বহু মানুষ মাটিরতলায় চাপা পড়ে রয়েছেন। তাদের মধ্যে অনেকেই শিশু। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। এ ভূমিধসে ১ কিলোমিটারের বেশি বিস্তীর্ণ এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছোটখাটো বহু বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ন্যাশনাল ডিজাস্টার সেন্টারের পরিচালক মার্টিন মোসি বলেন, মেনডি শহরের কাছে এ ভূমিধসের ঘটনা ঘটেছে। তিনি বলেন, হতাহত ও নিখোঁজের প্রকৃত সংখ্যা এখন পর্যন্ত যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রকল্প এঙন মবিল প্রতিষ্ঠানের কাছে এ ঘটনা ঘটেছে। প্রাকৃতিক গ্যাস কোম্পানিটির এক মুখপাত্র বলেন, প্রতিষ্ঠানটির সব সদস্যই এ ঘটনার জন্য দায়ী। এঙন মবিল প্রতিষ্ঠানটি ওই অঞ্চলে তাদের প্রকল্পের সব কাজ বন্ধ করে দিয়েছে। হেলিকপ্টারে করে আক্রান্ত এলাকা পরিদর্শনে গেছেন কর্মকর্তারা। পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী পিটার ও’ নেইল এ ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
No comments