সমাবেশে মির্জা ফখরুল-হিযবুত তাহরির কোন দল সেটাই জানি না
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরির সঙ্গে বিএনপির সম্পর্ক রয়েছে বলে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, ‘হিযবুত তাহরির কোন দল, সেটাই তো জানি না। এর সঙ্গে বিএনপিকে জড়ানোর কোনো কারণ নেই।’
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার যুবদল আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, সরকার সেনাবাহিনীকে বিতর্কিত করেছে। সাম্প্রতিক সেনা অভ্যুত্থানের চেষ্টার সঙ্গে বিএনপিকে জড়ানোর চেষ্টা করছে। হিযবুত তাহরির সঙ্গেও বিএনপিকে জড়ানোর চেষ্টা হচ্ছে। অথচ বিএনপি কখনো সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেনি। বরং আওয়ামী লীগের নেতারাই ক্যু করেছেন।
ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘কলকাতার আনন্দবাজার পত্রিকায় সেনা অভ্যুত্থান নিয়ে সংবাদ ছাপা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও অপপ্রচার। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, দেশের সরকারও আনন্দবাজার-এর মতো করেই কথা বলছে। এ থেকেই বোঝা যায়, ঘুড়ির লাটাই কাদের হাতে।’
নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতির সংলাপকে নাটক মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্রপতি একজন বয়স্ক মানুষ। ভালো মানুষ। সবাই তাঁকে শ্রদ্ধা করেন, আমারও শ্রদ্ধা করি। এমন একজন ব্যক্তিকে দিয়ে সরকার নাটক করল।’ তিনি দাবি করেন, নির্বাচন কমিশনে কারা আসবেন তা আগেই নির্ধারিত হয়ে আছে।
যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম প্রমুখ বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, সরকার সেনাবাহিনীকে বিতর্কিত করেছে। সাম্প্রতিক সেনা অভ্যুত্থানের চেষ্টার সঙ্গে বিএনপিকে জড়ানোর চেষ্টা করছে। হিযবুত তাহরির সঙ্গেও বিএনপিকে জড়ানোর চেষ্টা হচ্ছে। অথচ বিএনপি কখনো সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেনি। বরং আওয়ামী লীগের নেতারাই ক্যু করেছেন।
ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘কলকাতার আনন্দবাজার পত্রিকায় সেনা অভ্যুত্থান নিয়ে সংবাদ ছাপা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও অপপ্রচার। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, দেশের সরকারও আনন্দবাজার-এর মতো করেই কথা বলছে। এ থেকেই বোঝা যায়, ঘুড়ির লাটাই কাদের হাতে।’
নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতির সংলাপকে নাটক মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্রপতি একজন বয়স্ক মানুষ। ভালো মানুষ। সবাই তাঁকে শ্রদ্ধা করেন, আমারও শ্রদ্ধা করি। এমন একজন ব্যক্তিকে দিয়ে সরকার নাটক করল।’ তিনি দাবি করেন, নির্বাচন কমিশনে কারা আসবেন তা আগেই নির্ধারিত হয়ে আছে।
যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম প্রমুখ বক্তব্য দেন।
No comments