সাক্ষ্য দিচ্ছেন ড. শোয়েব আহমেদ
চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. শোয়েব আহমেদের স্বাক্ষ্য গ্রহণ চলছে। বুধবার বেলা ১২ টা ১০ মিনিটে চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মুজিবর রহমানের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু করেন। এর আগে বেলা কঠোর নিরাপত্তায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ মামলার মোট ১১ জন আসামিকে আদালতে হাজির করা হয়। সাক্ষ্য দেওয়ার জন্য ড. শোয়েব আহমেদ ছাড়াও আদালতে উপস্থিত হয়েছেন- ডিজিএফআইর সাবেক মহাপরিচালক (অব.) মেজর জেনারেল সাদেক হাসান রুমি, বিসিআইসির সাবেক চেয়ারম্যান (অব.) মেজর জেনারেল ইমামুজ্জামান বীরবিক্রম, এনএসআইর পরিচালক (অব.) ব্রিগেডিয়ার জেনারেল এনামুর রহমান চৌধুরী ও সহকারী পরিচালক মোহাম্মদ আলী চৌধুরী এবং সিএমপির তৎকালীন উপ-পুলিশ কমিশনার (বন্দর) আব্দুল্লাহ হেল বাকী। মঙ্গলবার দশ ট্রাক অস্ত্র আট ও চোরাচালানের অভিযোগে দায়ের হওয়া দুটি মামলায় চট্টগ্রামের আদালতে সাক্ষ্য দেন সিএমপির তৎকালীন সহকারী-পুলিশ কমিশনার (বন্দর) মাহমুদুর রহমান। উল্লেখ্য, ২০১১ সালের ২৯ নভেম্বর তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয়।
No comments