বিকেলে শুরু হচ্ছে সংসদের দ্বাদশ অধিবেশন
সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হচ্ছে আজ বিকেলে। বছরের প্রথম অধিবেশনে প্রেসিডেন্ট সংসদে ভাষণ দেবেন। তার ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা। এবারের অধিবেশন চলবে ৮ মার্চ পর্যন্ত। এ অধিবেশনে ২৭ টি কার্যদিবস থাকবে। বিরোধী দলের সংসদ সদস্যরা এ অধিবেশনে যোগ না দিলেও সদস্যপদ হারানোর ঝুঁকি থাকছে না। টানা ৯০ দিন সংসদে অনুপস্থিত থাকলে সদস্যপদ খারিজ হওয়ার বিধান রয়েছে। বিরোধী দলের সদস্যরা ৫৩ দিন ধরে অনুপস্থিত রয়েছেন। এর আগে ৭৪ কার্যদিবস অনুপস্থিত থাকার পর ২০১১ সালের ১৫ মার্চ সংসদ অধিবেশনে যোগ দিয়েছিল তারা। বিরোধী দলের সদস্যরা ১১টি অধিবেশনের মধ্যে ৭টিতেই অনুপস্থিত। গত বছর ২৪ মার্চ তারা সব শেষ সংসদ অধিবেশনে যোগ দেন। বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে সংবিধান সংশোধনের বিল আনলে সংসদ অধিবেশনে যোগ দেবেন তারা।
No comments