তিন মিনিটের নাটক
আটজন পরিচালক আটটি নাটক তৈরি করবেন।
প্রতিটি নাটকের দৈর্ঘ্য তিন মিনিট। আর এ নাটকগুলো তৈরি হচ্ছে ‘হ্যান্ডসাম
দ্য আল্টিমেট ম্যান’ প্রতিযোগিতার প্রতিযোগীদের জন্য।
এ
প্রতিযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, এরই মধ্যে
সেরা আটজন চূড়ান্ত হয়েছেন। এ আটটি নাটকে অভিনয় করবেন তাঁরা।
নাটকগুলো তৈরি করেছেন আ কা রেজা গালিব, তাহের শিপন, সকাল আহমেদ, হিমেল আশরাফ, আশফাক নিপুণ, আশুতোষ সুজন, পার্থ সরকার ও তাহসিন।
জানা গেছে, নাটকগুলো তৈরি হবে এ মাসের মাঝামাঝি। আর এ নাটকগুলো নিয়ে একটি পর্ব প্রচারিত হবে মার্চ মাসে। হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে হবে এপ্রিল মাসে।
নাটকগুলো তৈরি করেছেন আ কা রেজা গালিব, তাহের শিপন, সকাল আহমেদ, হিমেল আশরাফ, আশফাক নিপুণ, আশুতোষ সুজন, পার্থ সরকার ও তাহসিন।
জানা গেছে, নাটকগুলো তৈরি হবে এ মাসের মাঝামাঝি। আর এ নাটকগুলো নিয়ে একটি পর্ব প্রচারিত হবে মার্চ মাসে। হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে হবে এপ্রিল মাসে।
No comments