তিউনিসিয়ার বিরোধীদলীয় নেতা বেলাইদ নিহত
তিউনিসিয়ার বামপন্থী বিরোধীদলীয় নেতা চোকরি বেলাইদ গতকাল বুধবার সকালে
গুলিতে নিহত হয়েছেন। তিউনিসে নিজ বাসভবন থেকে বের হওয়ার পরই তাকে গুলি
করা হয়।
তার
পরিবারের সদস্যরা এ ঘটনার জন্য মতাসীন আননাহদা পার্টিকে দায়ী করেছে।
বেলাইদ তিউনিসিয়ার বিরোধী ডেমোক্রেটিক প্যাট্রিয়োস পার্টির প্রধান ও
দেশটির মতাসীন ইসলামপন্থী সরকারের কট্টোর সমালোচক ছিলেন।
বেলাইদের ভাই আবদুল মাজিদ বেলাইদ বলেন, ‘আমার ভাই আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আমি ভীষণ মর্মাহত ও হতাশ হয়ে পড়েছি।’ তিনি আরো বলেন, ‘ আমার ভাইয়ের মৃত্যুর জন্য রশিদ ঘানুচি দায়ী।’
বেলাইদের ভাই আবদুল মাজিদ বেলাইদ বলেন, ‘আমার ভাই আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আমি ভীষণ মর্মাহত ও হতাশ হয়ে পড়েছি।’ তিনি আরো বলেন, ‘ আমার ভাইয়ের মৃত্যুর জন্য রশিদ ঘানুচি দায়ী।’
No comments