শাহবাগে তোপের মুখে সাজেদা চৌধুরী
গতকাল সন্ধ্যায় রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ মঞ্চে অবরোধকারীদের তোপের মুখে পড়েন জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
এ সময় তিনি বক্তব্য না দিয়েই ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী জানান, গতকাল দুপুরের পর থেকেই আওয়ামী লীগ এবং ১৪ দলীয়
জোটের নেতাকর্মীরা আলাদা মঞ্চে অবরোধ কর্মসূচি পালন শুরু করেন। একই স্থানে
অন্যান্য বাম দলগুলোও আলাদা মঞ্চে তাদের কর্মসূচি অব্যাহত রাখে। সন্ধ্যার
দিকে অবরোধকারীদের সাথে একাত্মতা প্রকাশের জন্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা
চৌধুরী সেখানে যান। সেখানে তিনি বাম মঞ্চ অতিক্রম করে আওয়ামী লীগের মঞ্চের
দিকে যাওয়ার সময় বাম মঞ্চ থেকে তার দিকে পানির বোতল ছুড়ে মারা হয়। এ
সময় আওয়ামী মঞ্চ থেকে তাকে বক্তব্য দেয়ার আহ্বান জানানো হলেও তিনি
বক্তব্য না দিয়েই ঘটনাস্থল ত্যাগ করেন ।
No comments