বাংলাদেশের ছবিতে বাপ্পি লাহিড়ী
বাংলাদেশের ছবির সংগীত পরিচালনা করবেন
বাপ্পি লাহিড়ী। ছবির নাম শতরূপে শতবার। পরিচালক মিনহাজ কিবরিয়া। জানা গেছে,
সংগীত পরিচালনার পাশাপাশি ছবির আইটেম গানেও কণ্ঠ দেবেন বাপ্পি লাহিড়ী।
মিনহাজ
কিবরিয়া বলেন, ‘শতরূপে শতবার ছবিতে তিনটি গান করার ব্যাপারে বাপ্পি
লাহিড়ীর সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। শুনেছি, এরই মধ্যে তিনি গান তৈরির কাজ
শুরু করেছেন।’ শতরূপে শতবার ছবির সব কটি গানের কথা লিখেছেন জুলফিকার রাসেল।
গত বছরের মাঝামাঝি সময়ে শতরূপে শতবার ছবির শুটিং শুরু হয়। পরিচালক জানান, ১৮ ফেব্রুয়ারি থেকে আবার শুটিং শুরু হবে। ছবিতে অভিনয় করছেন আমান, মিমো, শম্পা রেজা, ওমর সানি, আরমান পারভেজ প্রমুখ।
গত বছরের মাঝামাঝি সময়ে শতরূপে শতবার ছবির শুটিং শুরু হয়। পরিচালক জানান, ১৮ ফেব্রুয়ারি থেকে আবার শুটিং শুরু হবে। ছবিতে অভিনয় করছেন আমান, মিমো, শম্পা রেজা, ওমর সানি, আরমান পারভেজ প্রমুখ।
No comments