চিত্র বিচিত্রঃ ৯ বছর বয়সী মা
৯ বছর বয়সে কন্যাসন্তানের মা হয়েছে মেক্সিকোর এক বালিকা। গতকাল বুধবার স্থানীয় কর্তৃপক্ষ ও তার পরিবারের সদস্যরা এ খবর জানায়।
জালিসকো
রাজ্যর কর্মকর্তারা জানান, এই মেয়েটি যখন গর্ভবতী হয় তখন তার বয়স মাত্র
আট। নবজাতকের বাবার বয়স মাত্র সতেরো। অবশ্য আমরা তাকে দেখতে পাইনি। কারণ
সে পালিয়েছে। রাজ্যের মেডিক্যাল সেন্টারের জর্জ ভিলাসেনর বলেন, আমরা আসল
ঘটনা জানার জন্য তরুণকে খুঁজছি। কারণ বালিকাটি এখনো বোঝেনি কী ঘটেছে। এটি
ধর্ষণ অথবা শিশুযৌন নিপীড়ন মামলার অন্তর্ভুক্ত। পৌনে তিন কেজি ওজনের
কন্যাশিশুটি গত ২৭ জানুয়ারি জুকিপান হাসপাতালে জন্মগ্রহণ করে। সপ্তাহান্তে
হাসপাতাল থেকে তাদের ছেড়ে দেয়া হয়েছে। আপাতদৃষ্টিতে ভালো মনে হলেও অল্প
বয়সে মা হওয়ায় তাকে নিবিড় পরিচর্যায় রাখা দরকার বলে জানিয়েছে
হাসপাতাল সূত্র।
No comments