বিশ্ববিদ্যালয়ছাত্রীর আত্মহত্যা
রাজধানীর শাহআলীতে আফরোজা ইসলাম এনি (১৯) নামের এক বিশ্ববিদ্যালয়ছাত্রী আত্মহত্যা করেছেন। গত মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে।
এনি
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ছাত্রী ছিলেন। তার বাসা মিরপুর ১ নম্বর
সেকশনের এ ব্লকের ৪ নম্বর রোডের ১৭ নম্বর। পুলিশ জানায়, গত মঙ্গলবার
দুপুরে খাওয়া-দাওয়া শেষে এনি তার নিজ কক্ষে যান। শেষ বিকেলেও তিনি রুম
থেকে বের না হলে তার মামা তাকে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ভেঙে
দেখতে পান এনি সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এনির বাড়ি বরিশাল সদরের হাসপাতাল রোডে। বাবার নাম নজরুল ইসলাম।
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ সেমিস্টারের ছাত্রী ছিলেন এনি। তিনি তার মামার বাসায় থেকে পড়াশোনা করতেন। পুলিশ জানিয়েছে, তার রুম থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে লেখা রয়েছেÑ ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’
পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এনির বাড়ি বরিশাল সদরের হাসপাতাল রোডে। বাবার নাম নজরুল ইসলাম।
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ সেমিস্টারের ছাত্রী ছিলেন এনি। তিনি তার মামার বাসায় থেকে পড়াশোনা করতেন। পুলিশ জানিয়েছে, তার রুম থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে লেখা রয়েছেÑ ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’
No comments