কায়রোতে ওআইসি শীর্ষ সম্মেলন শুরু
মিসরের রাজধানী কায়রোতে গতকাল ওআইসির
১২তম শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। মুসলিম বিশ্বের ২৬টি দেশের সরকার ও
রাষ্ট্রপ্রধান এই সম্মেলনে যোগ দিয়েছেন।
তাদের
মধ্যে রয়েছেন স্বাগতিক মিসরের প্রথম ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ
মুরসি ও ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদ। গত ৩০ বছরের মধ্যে এটাই কোনো
ইরানি প্রেসিডেন্টের মিসর সফর। আলজাজিরা।
উদ্বোধনী অধিবেশনে বক্তৃতায় মালি ও সিরিয়ার পরিস্থিতি, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন এবং ইসরাইল-ফিলিস্তিন সম্পর্কের বিষয়গুলো স্থান পায়।
মূল অধিবেশনে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোকে এক জোট হওয়ার আহ্বান জানানো হতে পারে। এ বিষয়ে সিরিয়ার ঘনিষ্ঠ বন্ধু ইরানকে অগ্রণী ভূমিকা নেয়ার আহ্বান জানানো হতে পারে।
এ দিকে রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার জন্য ইরান বিবদমান দুই পক্ষের মধ্যে অস্ত্রবিরতি, মানবিক সহায়তা ও অবরোধ আরোপসহ ছয় দফা প্রস্তাব সম্মেলনে উপস্থাপন করবে। দুই দিনের সম্মেলন আজ শেষ হবে
উদ্বোধনী অধিবেশনে বক্তৃতায় মালি ও সিরিয়ার পরিস্থিতি, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন এবং ইসরাইল-ফিলিস্তিন সম্পর্কের বিষয়গুলো স্থান পায়।
মূল অধিবেশনে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোকে এক জোট হওয়ার আহ্বান জানানো হতে পারে। এ বিষয়ে সিরিয়ার ঘনিষ্ঠ বন্ধু ইরানকে অগ্রণী ভূমিকা নেয়ার আহ্বান জানানো হতে পারে।
এ দিকে রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার জন্য ইরান বিবদমান দুই পক্ষের মধ্যে অস্ত্রবিরতি, মানবিক সহায়তা ও অবরোধ আরোপসহ ছয় দফা প্রস্তাব সম্মেলনে উপস্থাপন করবে। দুই দিনের সম্মেলন আজ শেষ হবে
No comments