ফারুক হত্যায় শিবির কর্মী জয়পুরহাটে গ্রেফতার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী
ফারুক হত্যা মামলা ও ছাত্রলীগ কর্মীদের রগ কাটা মামলার আসামি শিবিরকর্মী
সুজন সরকারকে (২৪) জয়পুরহাট থানা পুলিশ শনিবার রাতে গ্রেফতার করেছে।
সুজন জয়পুরহাট খঞ্জনপুর এলাকার সেকেন্দার আলীর পুত্র।
পুলিশ জানায়, ফারম্নক হত্যার পর থেকে পলাতক শিবিরকর্মী সুজন সরকার
জয়পুরহাটে এসে লুকিয়ে থাকে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ খঞ্জনপুর গ্রামে
তার বাড়ি থেকে শনিবার রাত সাড়ে ৭টায় গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি সুজন
সরকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস সায়েন্স এ্যান্ড টেকনোলজি
বিভাগের শেষ বর্ষের ছাত্র। সে আব্দুল লতিফ হলে থাকত। ফারম্নক হত্যা ও রগ
কাটা মামলার অপর পলাতক আসামি বেলাল হোসেনকে জয়পুরহাট পুলিশ ইতোপূর্বে তেলাল
থানার তেলাবুদুল গ্রাম থেকে গ্রেফতার করেছে।
No comments