শান্তিনগরে অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার
রাজধানীর শান্তিনগরে গ্রীন গার্ডেনে
বিটিআরসি ও র্যাব যৌথভাবে অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার
করেছে। তবে অবৈধ ভিওআইপি ব্যবসায়ী খোরশেদ আলমকে ধরতে পারেনি।
বিটিআরসি
সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পল্টনে ১৫১ বাড়িতে
বিটিআরসি ও র্যাব যৌথভাবে অভিযান চালায় শনিবার বিকালে। খোরশেদ আলমের বাসা
থেকে অবৈধ ভিওআইপির বিপুল পরিমাণ যন্ত্রপাতি উদ্ধার করা হয়। এর মধ্যে ৩টি
চ্যানেল ব্যাংক, ২টি কুইটাম, ৬টি সারভার, ১টা মনিটর, বাংলালিংকের সিম ৩৫টি,
একটেলের সিম ৫টি ও গ্রামীণফোনের সিম ২২, মিডিয়া কনভার্টার, ইউপিএসসহ আরও
কিছু যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। অভিযান চলাকালে খোরশেদ আলমকে বাসায়
পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে খোরশেদ আলম ভিওআইপির ব্যবসা করে আসছে। এই ব্যবসা
করে সে গ্রীন গার্ডেনের একটি ফ্যাটের মালিক হয়েছে। সে কোটি কোটি টাকার
সম্পদের মালিকও হয়েছে বলে বিটিআরসির এক কর্মকর্তা জানান। গ্রীন গার্ডেন
এ্যাপার্টমেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে অনেক প্রভাব রয়েছে
তাঁর। খোরশেদ আলমের বিরম্নদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
No comments