কোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ শিগগিরই শুরু হচ্ছে
সঙ্গীত প্রতিভা অন্বেষণভিত্তিক দেশের বৃহত্তম রিয়েলিটি শো ‘কোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২’-এ শিগগিরই শুরু হতে যাচ্ছে।
এই
রাউন্ডে প্রতিযোগিতার শীর্ষ ১০ প্রতিযোগী গাইবে তাদের জন্য প্রস্তুত করা
১০টি মৌলিক গান। আর তাই এ উপলে দর্শকদের গান লিখে পাঠাতে আহ্বান জানানো
হয়েছে। গান পাঠানো যাবে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে এই ঠিকানায়Ñ পিও
বক্স নম্বর ৪০৩৪ অথবা প্রযোজক, কোজআপ ওয়ান, এনটিভি, বিএসইসি ভবন (অষ্টম
তলা), ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
একজন দর্শক একাধিক গান পাঠাতে পারবেন। এর জন্য কোনো ধরনের রেজিস্ট্রেশন করতে হবে না। তবে প্রতিটি গানের সাথে অবশ্যই একটি ১৪৫ গ্রামের কোজআপ প্যাক পাঠাতে হবে। দর্শকদের পাঠানো গান থেকে বাছাইকৃত সেরা ১০টি গান সুর করবেন দেশের বিশিষ্ট সুরকারেরা।
একজন দর্শক একাধিক গান পাঠাতে পারবেন। এর জন্য কোনো ধরনের রেজিস্ট্রেশন করতে হবে না। তবে প্রতিটি গানের সাথে অবশ্যই একটি ১৪৫ গ্রামের কোজআপ প্যাক পাঠাতে হবে। দর্শকদের পাঠানো গান থেকে বাছাইকৃত সেরা ১০টি গান সুর করবেন দেশের বিশিষ্ট সুরকারেরা।
No comments