বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নগরী টোকিও
জাপানের রাজধানী টোকিও বিশ্বের সব চেয়ে ব্যয়বহুল নগরী। দ্য ইকোনোমিস্টের এক জরিপে এ তথ্য পাওয়া গেছে।
মুম্বাই ও করাচি যৌথভাবে বিশ্বের সব চেয়ে স্বল্পব্যয়ের নগরী।
মুম্বাই ও করাচি যৌথভাবে বিশ্বের সব চেয়ে স্বল্পব্যয়ের নগরী।
সব
চেয়ে ব্যয়বহুল নগরীর তালিকায় আগে ছিল জুরিখের স্থান। এবার তা দখল করেছে
টোকিও। জুরিখ বর্তমানে সপ্তম স্থানে রয়েছে। জাপানের টোকিও ও ওসাকা
বিশ্বের সব চেয়ে ব্যয়বহুল দু’টি নগরী। এর পরে রয়েছে সিডনি, অসলো,
মেলবোর্ন, সিঙ্গাপুর, জুরিখ, প্যারিস, কারাকাস ও জেনেভা। জরিপে দেখা যায়,
টোকিওয় এক কেজি রুটির দাম মুম্বাইয়ের নয় গুণ ও দিল্লির আট গুণ। টোকিওয়
এক প্যাকেট সিগারেটের দাম মুম্বাইয়ের তিন গুণ, দিল্লির দ্বিগুণ।
No comments