নিপুণের আহ্বান by বিপুল হাসান
ঢালিউডের নায়িকা নিপুণ। অভিনয় প্রতিভার প্রমাণ রাখছেন একের পর এক চলচ্চিত্রে। মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি জীবন ঘনিষ্ঠ বিকল্প ধারার ছবিতেও সমানে অভিনয় করছেন। সমসাময়িক অন্য চলচ্চিত্র নায়িকাদের মতো মুখ ফিরিয়ে রাখেননি ছোটপর্দা থেকেও।
বড়পর্দার পাশাপাশি মাঝেমধ্যে টিভিনাটকেও অভিনয় করছেন। মডেলিংয়েও নিপুণ দেখিয়েছেন নৈপুণ্য। তার করা একাধিক বিজ্ঞাপন পেয়েছে জনপ্রিয়তা। সবমিলিয়ে সময়টা এখন নিপুণের ভালোই কাটছে। মৌসুমী আর পূর্ণিমার পর সম্ভাবনার দ্যুতি হয়ে এসেছিলেন নিপুণ। ক্যারিয়ারের দুই বছর পূর্ণ হওয়ার আগেই পেয়ে যান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০০৯ সালে দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে সবাইকে চমকে দেন এই নায়িকা। চলতি বছর নিপুণ প্রথমবার দর্শকদের সামনে আসছেন, আগামী ৪ মে । মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘বাজারের কুলি’ ছবিতে ডিপজলের বিপরীতে তাকে দেখা যাবে। যদিও নিপুণ অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘পিতার আসন’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন ডিপজল। ছবিতে নিপুণের নায়ক ছিলেন শাকিব খান। এবার সরাসরি ডিপজলের নায়িকা হিসেবে দর্শকদের সামনে আসছেন তিনি।
‘বাজারের কুলি’ ছবিতে ডিপজলের বিপরীতে অভিনয় প্রসঙ্গে নিপুণ বললেন, নিজের যোগ্যতা দিয়েই ডিপজল ভাই আজকে নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিনয় করছেন। দর্শকরাও নায়ক হিসেবে ডিপজলকে পছন্দ করছে, তার মুক্তিপাওয়া ছবিগুলোর বাণিজ্যিক সাফল্য তারই প্রমাণ। খুব ভাল লেগেছিল যখন আমি এই ছবিতে ডিপজল ভাইয়ের নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হই। কাজ করতে গিয়ে আরও ভাল লেগেছে। রোমান্টিক গানও রয়েছে আমাদের। আমার বিশ্বাস আমাদের এই নতুন জুটিকে দর্শক বেশ ভালোভাবেই গ্রহণ করবে।
নিপুণ অভিনীত সর্বশেষ ছবি শাহাদাত হোসেন লিটন পরিচালিত ‘আদরের জামাই’ মুক্তি পেয়েছিল গত বছর ৩০ ডিসেম্বর। এতে নিপুণের সঙ্গে আরো ছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। ছবিটি ব্যবসায়িক সাফল্য পেয়েছিল। ‘বাজারের কুলি’ ছবিটি দর্শক গ্রহণযোগ্যতা পেলে ‘লাকি নায়িকা’ হিসেবে খ্যাত নিপুনের সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে।
বর্তমানে নিপুণ আরটিভি প্রযোজিত ছবি ‘এইতো ভালোবাসা’ ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন। এটি পরিচালনা করছেন শাহীন কবির টুটুল। বর্তমানে উত্তরায় চলছে ছবিটির শুটিং। এতে নিপুণের বিপরীতে অভিনয় করছেন নতুন প্রজন্মের দুই নায়ক ইমন ও নীরব। এ ছবিতে অভিনয় প্রসঙ্গে নিপুণ বলেন, ‘এইতো ভালোবাসা’ ছবিটির শুটিং অনেক দিন আটকে ছিল । গতবছর ছবিটির মহরতের পর শুটিংয়ের প্রস্তুতি থাকলেও শেষ পর্যন্ত তা পিছিয়ে যায়। গতবছর ঈদে ছবিটির গানের অ্যালবাম রিলিজ পায়। জনপ্রিয়তা পেয়ে যায় গানগুলো। তারপর থেকেই অপেক্ষায় ছিলাম কাজ শুরু করার। কিন্তু অন্যদের সঙ্গে শিডিউল মেলাতে সমস্যা হওয়ায় শুটিং শুরুর তারিখ কেবলই পিছিয়ে যাচ্ছিল। শেষপর্যন্ত ছবিটির শুটিং শুরু হওয়ায় খুব ভালো লাগছে।
বাণিজ্যিক ছবির পাশাপাশি বিকল্পধারার ছবিতেও সমানতালে কাজ করছেন। অয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ছবিতে অভিনয় করেছেন তিনি। গত সপ্তাহে ছবিটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে।।এবারের এইচএসসি পরীক্ষার পরপরই ‘অন্তর্ধান’ মুক্তি পাবে। নায়ক ফেরদৌসের বিপরীতে এ ছবিতে নিপুণকে দেখা যাবে পদ্মাচরের একজন সাধারণ গৃহিণীর চরিত্রে। সর্বনাশা পদ্মার গ্রাসে চরাঞ্চলের সর্বহারা মানুষের জীবনযাত্রা নিয়ে এ ছবিটি নির্মিত হচ্ছে। নদীর ভাঙনে সবকিছু হারানো পরও একজন অসহায় নারীর ভালোবাসা জিইয়ে রাখার চিত্ররূপ এটি। চাঁপাইনবাবগঞ্জের পদ্মাচরে ছবিটির শুটিং হয়েছে। এ ছবিতে অভিনয় প্রসঙ্গে নিপুণ বললেন, ডায়মন্ড ভাইয়ের ‘গঙ্গাযাত্রা’ দেখে মুগ্ধ হয়েছি। তিনি আমাকে তার নতুন ছবি ‘অন্তর্ধান’-এ অসাধারণ একটি চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছেন বলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। প্রচন্ড গরমের মধ্যে পদ্মার পারে কাজ করতে গিয়ে মনে হচ্ছিল, রোদে পুড়ে যাচ্ছি। এ ধরণের পরিবেশে কাজ করা তো দূরে থাক, আমার আগে কখনো যাওয়াই হয় নি। ভালো কাজের জন্য তো একটু কষ্ট করতেই হবে। এই কষ্টের মধ্যেও আছে স্বার্থকতা।
বতর্মানে নিপুণ অভিনীত নির্মাণাধীন ছবির মধ্যে রয়েছে এম এ আউয়ালের ‘কাছের শত্রু’, শাহীন কবির টুটুলের ‘এইতো ভালোবাসা’, মানিক মানবিকের ‘শোভনের স্বাধীনতা’, শাহনাজ কাকলী`র ‘জল রঙ’, শফিউদ্দিন শফির ‘ঢাকার কিং`’ইত্যাদি। এছাড়াও নিপুণ অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ছবির মধ্যে রয়েছে- রকিবুল আল রাকিবের ‘জান তুমি প্রাণ তুমি’, অনন্য মামুনের ‘কাছে এসে ভালোবাস’, আশরাফুর রহমানের ‘তুমি আসবে বলে’ এবং শাহজাহান চৌধুরীর ‘আত্মদান’।
‘বাজারের কুলি’ ছবিতে ডিপজলের বিপরীতে অভিনয় প্রসঙ্গে নিপুণ বললেন, নিজের যোগ্যতা দিয়েই ডিপজল ভাই আজকে নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিনয় করছেন। দর্শকরাও নায়ক হিসেবে ডিপজলকে পছন্দ করছে, তার মুক্তিপাওয়া ছবিগুলোর বাণিজ্যিক সাফল্য তারই প্রমাণ। খুব ভাল লেগেছিল যখন আমি এই ছবিতে ডিপজল ভাইয়ের নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হই। কাজ করতে গিয়ে আরও ভাল লেগেছে। রোমান্টিক গানও রয়েছে আমাদের। আমার বিশ্বাস আমাদের এই নতুন জুটিকে দর্শক বেশ ভালোভাবেই গ্রহণ করবে।
নিপুণ অভিনীত সর্বশেষ ছবি শাহাদাত হোসেন লিটন পরিচালিত ‘আদরের জামাই’ মুক্তি পেয়েছিল গত বছর ৩০ ডিসেম্বর। এতে নিপুণের সঙ্গে আরো ছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। ছবিটি ব্যবসায়িক সাফল্য পেয়েছিল। ‘বাজারের কুলি’ ছবিটি দর্শক গ্রহণযোগ্যতা পেলে ‘লাকি নায়িকা’ হিসেবে খ্যাত নিপুনের সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে।
বর্তমানে নিপুণ আরটিভি প্রযোজিত ছবি ‘এইতো ভালোবাসা’ ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন। এটি পরিচালনা করছেন শাহীন কবির টুটুল। বর্তমানে উত্তরায় চলছে ছবিটির শুটিং। এতে নিপুণের বিপরীতে অভিনয় করছেন নতুন প্রজন্মের দুই নায়ক ইমন ও নীরব। এ ছবিতে অভিনয় প্রসঙ্গে নিপুণ বলেন, ‘এইতো ভালোবাসা’ ছবিটির শুটিং অনেক দিন আটকে ছিল । গতবছর ছবিটির মহরতের পর শুটিংয়ের প্রস্তুতি থাকলেও শেষ পর্যন্ত তা পিছিয়ে যায়। গতবছর ঈদে ছবিটির গানের অ্যালবাম রিলিজ পায়। জনপ্রিয়তা পেয়ে যায় গানগুলো। তারপর থেকেই অপেক্ষায় ছিলাম কাজ শুরু করার। কিন্তু অন্যদের সঙ্গে শিডিউল মেলাতে সমস্যা হওয়ায় শুটিং শুরুর তারিখ কেবলই পিছিয়ে যাচ্ছিল। শেষপর্যন্ত ছবিটির শুটিং শুরু হওয়ায় খুব ভালো লাগছে।
বাণিজ্যিক ছবির পাশাপাশি বিকল্পধারার ছবিতেও সমানতালে কাজ করছেন। অয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ছবিতে অভিনয় করেছেন তিনি। গত সপ্তাহে ছবিটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে।।এবারের এইচএসসি পরীক্ষার পরপরই ‘অন্তর্ধান’ মুক্তি পাবে। নায়ক ফেরদৌসের বিপরীতে এ ছবিতে নিপুণকে দেখা যাবে পদ্মাচরের একজন সাধারণ গৃহিণীর চরিত্রে। সর্বনাশা পদ্মার গ্রাসে চরাঞ্চলের সর্বহারা মানুষের জীবনযাত্রা নিয়ে এ ছবিটি নির্মিত হচ্ছে। নদীর ভাঙনে সবকিছু হারানো পরও একজন অসহায় নারীর ভালোবাসা জিইয়ে রাখার চিত্ররূপ এটি। চাঁপাইনবাবগঞ্জের পদ্মাচরে ছবিটির শুটিং হয়েছে। এ ছবিতে অভিনয় প্রসঙ্গে নিপুণ বললেন, ডায়মন্ড ভাইয়ের ‘গঙ্গাযাত্রা’ দেখে মুগ্ধ হয়েছি। তিনি আমাকে তার নতুন ছবি ‘অন্তর্ধান’-এ অসাধারণ একটি চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছেন বলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। প্রচন্ড গরমের মধ্যে পদ্মার পারে কাজ করতে গিয়ে মনে হচ্ছিল, রোদে পুড়ে যাচ্ছি। এ ধরণের পরিবেশে কাজ করা তো দূরে থাক, আমার আগে কখনো যাওয়াই হয় নি। ভালো কাজের জন্য তো একটু কষ্ট করতেই হবে। এই কষ্টের মধ্যেও আছে স্বার্থকতা।
বতর্মানে নিপুণ অভিনীত নির্মাণাধীন ছবির মধ্যে রয়েছে এম এ আউয়ালের ‘কাছের শত্রু’, শাহীন কবির টুটুলের ‘এইতো ভালোবাসা’, মানিক মানবিকের ‘শোভনের স্বাধীনতা’, শাহনাজ কাকলী`র ‘জল রঙ’, শফিউদ্দিন শফির ‘ঢাকার কিং`’ইত্যাদি। এছাড়াও নিপুণ অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ছবির মধ্যে রয়েছে- রকিবুল আল রাকিবের ‘জান তুমি প্রাণ তুমি’, অনন্য মামুনের ‘কাছে এসে ভালোবাস’, আশরাফুর রহমানের ‘তুমি আসবে বলে’ এবং শাহজাহান চৌধুরীর ‘আত্মদান’।
সবশেষে নিপুণ বাংলানিউজের মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে বললেন, আপনাদের প্রতি আমার আহ্বান ছবি দেখতে সিনেমা হলে আসুন। এখনো ভালো ছবি তৈরি হয়। আপনারা সিনেমা হলে এলে ভালো ছবির নির্মাতারা উৎসাহিত হবেন। ভালো ছবি নির্মাণের সংখ্যা বাড়বে।
No comments