পশ্চিমবঙ্গ by মাহবুব মোর্শেদ
ক্ষমতাসীন হওয়ার পর থেকেই নানা উদ্যোগ নিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদপত্রের খবরে জানা যাচ্ছে, সিঙ্গুরের জমি কৃষকদের ফিরিয়ে দেওয়া থেকে শুরু করে জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠা পর্যন্ত নানা উদ্যোগে সদা ব্যস্ত তিনি। এর মধ্যে বহুদিনের প্রত্যাশিত ও প্রতীক্ষিত নানা উদ্যোগও আছে।
এগুলোর কোনোটা হয়তো জনদাবি, কোনোটা হয়তো প্রত্যাশা। কোনোটা হয়তো অনিবার্য, কোনোটা হয়তো ঐচ্ছিক। এমনই এক ঐচ্ছিক প্রসঙ্গ তালিকায় ছিল, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন হবে। তার ঘোষণার পর থেকে সরব হয়ে উঠছেন বুদ্ধিজীবী ও সাহিত্যিক মহল। পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন হলে পরিবর্তিত নাম কী হওয়া উচিত তা নিয়ে বেশ বিতর্ক জমে উঠেছে সেখানকার বাংলা পত্রিকাগুলোতে। অনেক রেফারেন্স আসছে। ইংরেজদের ক্যালকাটা নাম পরিবর্তন করে কলকাতা করা হয়েছে। ইতিমধ্যে কলকাতা প্রতিষ্ঠিত নাম। কলকাতা থেকে দূরের মাদ্রাজ চেন্নাই হয়েছে, বোম্বে হয়েছে মুম্বাই, ব্যাঙ্গালোর হয়েছে ব্যাঙ্গালুরু। কিন্তু পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গই রয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের নাম কেন পরিবর্তন করতে হবে। যুক্তিটা পরিষ্কার। আগে পশ্চিমবঙ্গ ছিল, সেটা সবাই মেনেও নিয়েছিল। কারণ, পূর্ববঙ্গ বলে একটা জায়গার অস্তিত্ব ছিল। কিন্তু পূর্ববঙ্গ অনেক আগেই বাংলাদেশ হয়ে গেছে। পুরনো সাহিত্যে ছাড়া পূর্ববঙ্গের অস্তিত্ব আজ আর নেই। ফলে পশ্চিমবঙ্গ একা আর বঙ্গের পশ্চিম দিক নির্দেশ করে যাবে কেন? তাই নাম পাল্টানোর দাবি ও আলোচনা বেশ হাওয়া পেয়েছে। মানতেই হবে, বাংলাদেশ নামটা অপূর্ব। ১৯৭১ সালেই যে বাংলাদেশ নামটা তৈরি হয়েছে তা নয়। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্রের লেখায় আমরা বাংলাদেশ বা বাংলা দেশ পাই। বাঙালির পুরো বসতিকেই তখন লেখকরা বাংলাদেশ বলতেন। মনীষীদের বলা সেই নামই আমরা আমাদের দেশকে দিয়েছি, রক্তাক্ত যুদ্ধের মধ্য দিয়ে সে নামকে প্রতিষ্ঠাও করেছি। চাইলেও পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ নামটি নিতে পারবে না। অবশ্য কেউ কেউ বলছেন, পশ্চিমবঙ্গের নাম হোক বাংলা। এক দশক আগেও এমন দাবি উঠেছিল। তখন কর্তাব্যক্তিরা দাবিটিকে নিরুৎসাহিত করেছিলেন। কারণ, নীতি অনুসারে ভারতের কোনো রাজ্যের নাম ভাষা অনুসারে হতে পারে না। বাঙালি ছাড়াও অন্য ভাষার লোক সে রাজ্যে বাস করে। ফলে বাংলা নামটি আপাতত হচ্ছে না বলেই ধরে নেওয়া যায়। কেউ বলছেন, তবে নাম দেওয়া হোক বঙ্গ। অথবা বঙ্গদেশ বা বঙ্গপ্রদেশ। প্রদেশের কথায় কেউ কেউ ফোঁড়ন কাটছেন। বলছেন, নামের কি আকালটাই না পড়েছিল ভারতে। নাম নেই তাই রাজ্যের নাম দেওয়া হয়েছে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। প্রদেশজুড়ে রাজ্যের নাম দেওয়ার চাইতে বরং শুধু বঙ্গ নামটাই ভালো। কেউ কেউ বঙ্গ শব্দটার সঙ্গে ভারত জুড়ে দিয়ে বঙ্গ-ভারত নাম নেওয়ার পক্ষে বলছেন। তাতে ভারতের সঙ্গে নামটা জুড়ে থাকবে। মুখ্যমন্ত্রী মমতা অবশ্য বলছেন, নাম হোক বঙ্গভূমি। নানা মুনির নানা নাম নিয়ে জল্পনা-কল্পনা, আলাপ-আলোচনা চলছে। বাংলাদেশে অবশ্য সে আলোচনার ঢেউ সামান্যই পেঁৗছাচ্ছে। কারণ, নাম নিয়ে আমাদের ভাবনা নেই। পশ্চিমবঙ্গ সাহিত্যিক ও সাংস্কৃতিক ঐতিহ্যে আমাদের অনেক নিকটবর্তী হলেও রাজনৈতিকভাবে অনেক দূরে। ফলে সেখানকার মাঠে-ময়দানে কী হচ্ছে সেটা এখানে বসে জানা কঠিন। কিন্তু পশ্চিমবঙ্গে নাম পরিবর্তনের কারণ আমরাই। পূর্ববঙ্গ নেই বলে পশ্চিমবঙ্গ নাম পরিবর্তন করতে যাচ্ছে। একথা ঠিক যে, পশ্চিমবঙ্গের লোকেরা তাদের রাজ্যের নাম কী দেবে সে নিয়ে আমাদের মতের গুরুত্ব নেই। আর নামে কী আসে যায়। আমরা শুধু আশা করব, তারা যেন সুন্দর একটি নাম নিয়ে সুপ্রতিবেশী হিসেবে আমাদের পাশে থাকতে পারে।
No comments