গদ্যকার্টুন-অফিসে আসলে আমরা কী করি by আনিসুল হক
অফিসে লোক নিয়োগ দেওয়া হয়েছে প্রচুর; কার্পেট থেকে শুরু করে কম্পিউটার, জিনিসপাতি, রসদপত্র কম কেনা হয়নি; বিশেষজ্ঞ উপদেষ্টা নিয়োজিত আছেন, তার পরও দেখা যাচ্ছে, অফিসের কর্মদক্ষতা কমে গেছে। কারণ কী? কারণ কর্মচারী ও কর্মকর্তারা অফিসে আসেন ঠিকই, কিন্তু কাজের কাজ করেন না।
তাহলে ওই সময়ে তাঁরা করেনটা কী? এটা জানার জন্য মানবসম্পদ বা হিউম্যান রিসোর্স বিভাগ থেকে একটা জরিপপত্র পাঠানো হলো প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর কাছে। জরিপপত্রটি নিম্নরূপ:
জরিপপত্র
অফিস সময়ে আপনি কী করেন? সঠিক উত্তরের পাশে টিক দিন। একাধিক ঘরে টিক দেওয়া যেতে পারে। বরং সেটাকেই আমরা উৎসাহিত করছি।
অ. নিষ্ফল মিটিং করা
আ. মিটিংয়ের মধ্যে আলোচনায় বিঘ্ন ঘটানো
ই. মিটিংয়ের সময় নিজেকে জ্ঞানী প্রমাণের চেষ্টা করা
ঈ. বিরতির জন্য অপেক্ষা করা
উ. মিটিংয়ের সময় চায়ের জন্য অপেক্ষা করা
ঊ. মিটিংয়ে অনুপস্থিত সহকর্মীর দোষত্রুটি বিস্তারিত তুলে ধরা
ঋ. সহকর্মী-বন্ধুর দোষত্রুটি ঢাকার চেষ্টা করা
এ. আপনার মতো বুদ্ধিমান নয়, এমন সহকর্মীকে কিছু বোঝানোর চেষ্টা করা
ঐ. আপনাকে মোটেও পছন্দ করেন না, এমন সহকর্মীর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা
ও. নাশতা কিনে আনতে দেওয়া
ঔ. নাশতার জন্য অপেক্ষা করা ও নাশতা খাওয়া
ক. কিছু ঘটার পর আপনি প্রতিক্রিয়া দেখাবেন, এমন পরিস্থিতির জন্য অপেক্ষা করা
খ. চুলকানি অনুভব করা
গ. চুলকানো
ঘ. ঘুম-ঘুম অনুভব করা
ঙ. ঘুমানো
চ. চাকরিটা যে কত বিরক্তিকর, তা নিয়ে অনুযোগ করা
ছ. কম বেতন নিয়ে অনুযোগ করা
জ. কাজের চাপ নিয়ে অনুযোগ করা
ঝ. ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে অনুযোগ করা
ঞ. ব্যক্তিগত সমস্যা নিয়ে অনুযোগ করা
ট. দুই দিন ধরে সর্দি-কাশিতে ভোগা
ঠ. অফিসের স্টেপলার, কাগজ ইত্যাদি নিজের ব্যাগে ভরে ফেলা
ড. অফিসের প্রিন্টারটি নষ্ট করে ফেলার পর সাফাই দেওয়া
ঢ. অফিস থেকে ফোন করে বাড়ির গৃহকর্মীকে কাজ বুঝিয়ে দেওয়া
ণ. অফিসের ফোন থেকে বন্ধুর স্ত্রীর খোঁজখবর নেওয়া
ত. অফিসের ফোন ও কম্পিউটার ব্যবহার করে সন্তানের জন্মদিনের পরিকল্পনা তৈরি করা
থ. অফিসের কম্পিউটার ও প্রিন্টার ব্যবহার করে সন্তানের স্কুলের কাজ করে দেওয়া
দ. অফিসের ইন্টারনেট সংযোগ ব্যবহার করে ক্যারিয়ার-বিষয়ক ওয়েবসাইট দেখা ও নতুন করে সিভি তৈরি করা
ধ. নানা জায়গায় সিভি পাঠানো
ন. অফিসের সময়ে অন্য জায়গায় চাকরির সাক্ষাৎকার দিতে যাওয়া
প. ঊর্ধ্বতন কর্মকর্তার সামনে কাজের ভান করা
ফ. কাজটা দারুণ উপভোগ করছেন এমন ভান করা
ব. অফিসে বসে বই, চিত্রনাট্য, গান লেখা ইত্যাদি সৃজনশীল কাজ করা
ভ. জানালা দিয়ে ট্রাফিক জ্যাম দেখা এবং এর ভয়াবহতা সম্পর্কে ৪০ মিনিটের বক্তব্য দেওয়া
ম. কম্পিউটার দ্রুত কাজ করছে না বলে যেকোনো কাজে তিন গুণ সময় লাগানো
য. ঘণ্টায় দুবার ওয়াশরুমটা ঘুরে আসা
র. বাথরুমে টয়লেট পেপার নেই কেন, তার কারণ অনুসন্ধানের চেষ্টা
ল. অফিসের ফোন ব্যবহার করে ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে আলাপ করা
শ. অফিসের ফোন ব্যবহার করে রূপবিশেষজ্ঞের পরামর্শ নেওয়া
ষ. অফিসের ফোন ব্যবহার করে বাড়ির রংমিস্ত্রিকে কাজ বুঝিয়ে দেওয়া
স. অফিসের ফোন ব্যবহার করে বাড়িতে পানি নেই, সেই সমস্যার সমাধান করার চেষ্টা
হ. ফেসবুক বন্ধ কেন, তা নিয়ে অনুযোগ করা
ক্ষ. ফেসবুকের অভাবে টুইটার, মাইস্পেসে অ্যাকাউন্ট খোলা
ড়. ই-মেইল পড়া
ঢ়. ই-মেইল পড়তে পড়তে হাসা
য়. ই-মেইলের মোক্ষম জবাব ভাবা
ৎ. ই-মেইলের জবাব লেখা
ং. ই-মেইল পাঠানো
ঃ. অফিসের ফোন ব্যবহার করে প্রেমালাপ চালিয়ে যাওয়া
ঁ. ইন্টারনেটে চ্যাট করা
অঅ. অফিসে কোট ঝুলিয়ে রেখে অফিসের কাজের অজুহাতে বাইরে চলে যাওয়া
আআ. অফিসে বসে বাইরের অফিসের জন্য কনসালট্যান্সি করা
ইই. বসে বসে গদ্যকার্টুন পড়া।
প্রিয় পাঠক, আপনি এই লেখাটা পড়েছেন? আপনি কি লেখাটা কোনো অফিসে বসে পড়ছেন? তাহলে আপনি আমাদের অভিনন্দন গ্রহণ করুন। আপনার উত্তর যদি হ্যাঁসূচক হয়, তাহলে এবার আমরা আসব বিদ্যালয়পর্যায়ে প্রবর্তিত সৃজনশীল প্রশ্নের কায়দায়। ওপরের অংশটা পড়ে আপনি নিজেই একই ধরনের একটি জরিপপত্র তৈরি করুন। আপনার জরিপপত্রের বিষয় হবে, আমাদের জাতীয় সংসদ অধিবেশনের সংসদ সদস্যদের পারফরম্যান্স। সংসদ অধিবেশন চলাকালে একজন মাননীয় সংসদ সদস্য কী করে থাকেন? তিনি কি মনোযোগ দিয়ে বক্তার কথা শ্রবণ করেন এবং প্রয়োজনীয় প্রতিক্রিয়া ব্যক্ত করেন? তিনি কি নিজের দলের বক্তার বক্তৃতার সময় টেবিল চাপড়ে অভিনন্দন জানান, নাকি হঠাৎ করতালি ও ফাইল তালির শব্দ শুনে চমকে ওঠেন?
জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দল কেন অনুপস্থিত থাকে, কেন তারা অনেক দিন পর এক দিনের জন্য হাজির হয়, এই বিষয়ে নিজের ভাষায় দুটো অনুচ্ছেদ লিখে ফেলুন। লিখেছেন? আপনার সময় ভালোই কেটেছে। এবার আপনার অফিস সময় শেষ হলো। আপনি এবার বাড়ি যেতে পারেন। অবশ্যই আধঘণ্টা আগেই আপনাকে বেরোতে হবে। কারণ আজকাল রাস্তাঘাটের যা অবস্থা!
আমার আজকের গদ্যকার্টুন এখানেই সমাপ্ত। বলা বাহুল্য, এই রচনাটি ইন্টারনেট অবলম্বনে রচিত। তবে একটা কৌতুক না বলে লেখাটা শেষ করছি না।
বস বললেন, আপনি অফিসে দেরি করে আসেন কেন?
‘স্যার, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে।’
‘সেকি! আপনি বাড়িতেও ঘুমান নাকি?’
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।
জরিপপত্র
অফিস সময়ে আপনি কী করেন? সঠিক উত্তরের পাশে টিক দিন। একাধিক ঘরে টিক দেওয়া যেতে পারে। বরং সেটাকেই আমরা উৎসাহিত করছি।
অ. নিষ্ফল মিটিং করা
আ. মিটিংয়ের মধ্যে আলোচনায় বিঘ্ন ঘটানো
ই. মিটিংয়ের সময় নিজেকে জ্ঞানী প্রমাণের চেষ্টা করা
ঈ. বিরতির জন্য অপেক্ষা করা
উ. মিটিংয়ের সময় চায়ের জন্য অপেক্ষা করা
ঊ. মিটিংয়ে অনুপস্থিত সহকর্মীর দোষত্রুটি বিস্তারিত তুলে ধরা
ঋ. সহকর্মী-বন্ধুর দোষত্রুটি ঢাকার চেষ্টা করা
এ. আপনার মতো বুদ্ধিমান নয়, এমন সহকর্মীকে কিছু বোঝানোর চেষ্টা করা
ঐ. আপনাকে মোটেও পছন্দ করেন না, এমন সহকর্মীর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা
ও. নাশতা কিনে আনতে দেওয়া
ঔ. নাশতার জন্য অপেক্ষা করা ও নাশতা খাওয়া
ক. কিছু ঘটার পর আপনি প্রতিক্রিয়া দেখাবেন, এমন পরিস্থিতির জন্য অপেক্ষা করা
খ. চুলকানি অনুভব করা
গ. চুলকানো
ঘ. ঘুম-ঘুম অনুভব করা
ঙ. ঘুমানো
চ. চাকরিটা যে কত বিরক্তিকর, তা নিয়ে অনুযোগ করা
ছ. কম বেতন নিয়ে অনুযোগ করা
জ. কাজের চাপ নিয়ে অনুযোগ করা
ঝ. ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে অনুযোগ করা
ঞ. ব্যক্তিগত সমস্যা নিয়ে অনুযোগ করা
ট. দুই দিন ধরে সর্দি-কাশিতে ভোগা
ঠ. অফিসের স্টেপলার, কাগজ ইত্যাদি নিজের ব্যাগে ভরে ফেলা
ড. অফিসের প্রিন্টারটি নষ্ট করে ফেলার পর সাফাই দেওয়া
ঢ. অফিস থেকে ফোন করে বাড়ির গৃহকর্মীকে কাজ বুঝিয়ে দেওয়া
ণ. অফিসের ফোন থেকে বন্ধুর স্ত্রীর খোঁজখবর নেওয়া
ত. অফিসের ফোন ও কম্পিউটার ব্যবহার করে সন্তানের জন্মদিনের পরিকল্পনা তৈরি করা
থ. অফিসের কম্পিউটার ও প্রিন্টার ব্যবহার করে সন্তানের স্কুলের কাজ করে দেওয়া
দ. অফিসের ইন্টারনেট সংযোগ ব্যবহার করে ক্যারিয়ার-বিষয়ক ওয়েবসাইট দেখা ও নতুন করে সিভি তৈরি করা
ধ. নানা জায়গায় সিভি পাঠানো
ন. অফিসের সময়ে অন্য জায়গায় চাকরির সাক্ষাৎকার দিতে যাওয়া
প. ঊর্ধ্বতন কর্মকর্তার সামনে কাজের ভান করা
ফ. কাজটা দারুণ উপভোগ করছেন এমন ভান করা
ব. অফিসে বসে বই, চিত্রনাট্য, গান লেখা ইত্যাদি সৃজনশীল কাজ করা
ভ. জানালা দিয়ে ট্রাফিক জ্যাম দেখা এবং এর ভয়াবহতা সম্পর্কে ৪০ মিনিটের বক্তব্য দেওয়া
ম. কম্পিউটার দ্রুত কাজ করছে না বলে যেকোনো কাজে তিন গুণ সময় লাগানো
য. ঘণ্টায় দুবার ওয়াশরুমটা ঘুরে আসা
র. বাথরুমে টয়লেট পেপার নেই কেন, তার কারণ অনুসন্ধানের চেষ্টা
ল. অফিসের ফোন ব্যবহার করে ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে আলাপ করা
শ. অফিসের ফোন ব্যবহার করে রূপবিশেষজ্ঞের পরামর্শ নেওয়া
ষ. অফিসের ফোন ব্যবহার করে বাড়ির রংমিস্ত্রিকে কাজ বুঝিয়ে দেওয়া
স. অফিসের ফোন ব্যবহার করে বাড়িতে পানি নেই, সেই সমস্যার সমাধান করার চেষ্টা
হ. ফেসবুক বন্ধ কেন, তা নিয়ে অনুযোগ করা
ক্ষ. ফেসবুকের অভাবে টুইটার, মাইস্পেসে অ্যাকাউন্ট খোলা
ড়. ই-মেইল পড়া
ঢ়. ই-মেইল পড়তে পড়তে হাসা
য়. ই-মেইলের মোক্ষম জবাব ভাবা
ৎ. ই-মেইলের জবাব লেখা
ং. ই-মেইল পাঠানো
ঃ. অফিসের ফোন ব্যবহার করে প্রেমালাপ চালিয়ে যাওয়া
ঁ. ইন্টারনেটে চ্যাট করা
অঅ. অফিসে কোট ঝুলিয়ে রেখে অফিসের কাজের অজুহাতে বাইরে চলে যাওয়া
আআ. অফিসে বসে বাইরের অফিসের জন্য কনসালট্যান্সি করা
ইই. বসে বসে গদ্যকার্টুন পড়া।
প্রিয় পাঠক, আপনি এই লেখাটা পড়েছেন? আপনি কি লেখাটা কোনো অফিসে বসে পড়ছেন? তাহলে আপনি আমাদের অভিনন্দন গ্রহণ করুন। আপনার উত্তর যদি হ্যাঁসূচক হয়, তাহলে এবার আমরা আসব বিদ্যালয়পর্যায়ে প্রবর্তিত সৃজনশীল প্রশ্নের কায়দায়। ওপরের অংশটা পড়ে আপনি নিজেই একই ধরনের একটি জরিপপত্র তৈরি করুন। আপনার জরিপপত্রের বিষয় হবে, আমাদের জাতীয় সংসদ অধিবেশনের সংসদ সদস্যদের পারফরম্যান্স। সংসদ অধিবেশন চলাকালে একজন মাননীয় সংসদ সদস্য কী করে থাকেন? তিনি কি মনোযোগ দিয়ে বক্তার কথা শ্রবণ করেন এবং প্রয়োজনীয় প্রতিক্রিয়া ব্যক্ত করেন? তিনি কি নিজের দলের বক্তার বক্তৃতার সময় টেবিল চাপড়ে অভিনন্দন জানান, নাকি হঠাৎ করতালি ও ফাইল তালির শব্দ শুনে চমকে ওঠেন?
জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দল কেন অনুপস্থিত থাকে, কেন তারা অনেক দিন পর এক দিনের জন্য হাজির হয়, এই বিষয়ে নিজের ভাষায় দুটো অনুচ্ছেদ লিখে ফেলুন। লিখেছেন? আপনার সময় ভালোই কেটেছে। এবার আপনার অফিস সময় শেষ হলো। আপনি এবার বাড়ি যেতে পারেন। অবশ্যই আধঘণ্টা আগেই আপনাকে বেরোতে হবে। কারণ আজকাল রাস্তাঘাটের যা অবস্থা!
আমার আজকের গদ্যকার্টুন এখানেই সমাপ্ত। বলা বাহুল্য, এই রচনাটি ইন্টারনেট অবলম্বনে রচিত। তবে একটা কৌতুক না বলে লেখাটা শেষ করছি না।
বস বললেন, আপনি অফিসে দেরি করে আসেন কেন?
‘স্যার, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে।’
‘সেকি! আপনি বাড়িতেও ঘুমান নাকি?’
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।
No comments