কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবিত ও মৃত’ গল্পের ছায়া অবলম্বনে নির্মিত নাটক ‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই’। এ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী প্রভা। নাটকে অভিনয়ে আরও আছেন নাঈম, লাজুক, মুকুল, সাবাহ, ফিরোজ খান সহ আরও অনেকে ।
হঠাৎ করেই মারা যায় কাদম্বিনী। শারদাশংকার তাকে সৎকার করার জন্য বলেন। কিন্তু যখন লাশ দাহ করতে নিয়ে যাওয়া হয় তখন হঠাৎ করেই নড়ে ওঠে কাদম্বিনী। শুরু হয় হুলস্থুল। কিন্তু সবাই জানে কাদম্বিনী মারা গেছে। কাদম্বিনী নিজেও এই বাক্যে কিছুটা বিশ্বাস করে। সে হাজির হয় যোগমায়ার বাড়িতে। কিন্তু কেউ মানতে চায় না যে, কাদম্বিনী জীবিত। নানা রহস্যময় ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনী ।
সাঈদ তারেকের রচনা ও শামীম শাহেদের পরিচালনায় নির্মিত এ নাটকটি ২০ এপ্রিল শুক্রবার বেলা ৩টায় চ্যানেল আইতে প্রচারিত হবে।
No comments