নাইট ক্লাবে হিলারি ক্লিনটন!
স্বামী বিল ক্লিনটন এর বিতর্কিত জীবন সম্পর্কে কম বেশি সবাই জানে। এবার সেই পথ ধরেই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ক্যামেরাবন্দি হলেন নাইটক্লাবে, বিয়ার খেয়ে নৃত্যরত অবস্থায়!
আমেরিকার নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ, কিউবার অংশগ্রহণসহ নানা আন্তর্জাতিক সমস্যা নিয়ে কলম্বিয়ার কার্টাগেনা শহরে দুই দিনব্যাপী ‘অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস’ (ওএএস) এর শীর্ষ সম্মেলন শেষে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গিয়েছেন কার্টাগেনা শহরের একটি নাইটক্লাবে।

‘লা হাভানা’ নামের সেই নাইটক্লাবে রোববার রাত ১২টা ৪৫ মিনিটে প্রবেশ করেন এবং ৩০ মিনিট সেই ক্লাবে কাটান তিনি।
No comments