নেত্রীর নির্দেশেই ইলিয়াস লুকিয়ে থাকতে পারেঃ প্রধানমন্ত্রী
বিএনপি নেত্রী খালেদা জিয়ার নির্দেশেই ইলিয়াস আলী লুকিয়ে আছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিবনগর দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় তিনি এ দাবি করেন। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এ সভার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘হত্যা-গুম করার রাজনীতি বিএনপিই শুরু করেছে। এটা জিয়ার আমল থেকেই শুরু হয়েছে। চট্টগ্রামে জামাল উদ্দিনকে তাদের নিজেদের দলের নেতারা খুন করে গুম করেছিল। তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকেই হারিছ চৌধুরী লুকিয়ে আছেন। আজকে আবার শোনা যাচ্ছে, তাদের আরেক নেতা গুম হয়েছেন। গুম হয়েছেন না নিজেই হারিছ চৌধুরীর মতো লুকিয়ে আছেন। আন্দোলনের ইস্যু তৈরি করার জন্য নেত্রীর নির্দেশই লুকিয়ে থাকতে পারে। তারা তো আন্দোলন সংগ্রামের কোনো ইস্যু পাচ্ছে না। তাই নতুন নতুন নাটক সাজাচ্ছে।’
No comments